Amazon: সবচেয়ে বড় স্মার্ট ডিসপ্লে ইকো শো ২১ নিয়ে এল অ্যামাজন! দাম ও ফিচার দেখে নিন, ভারতে কবে থেকে পাওয়া যাবে?

Last Updated:

অ্যামাজনের তরফে জানানো হয়েছে, এই ডিভাইসগুলিতে উন্নত অডিও (যেমন ডাবল বেস এবং রুম অ্যাডাপশন), আরও বিস্তৃত ফিল্ড-অফ-ভিউ, জুম-সহ উন্নত ক্যামেরা, এবং কলের সময় ক্লিয়ার আওয়াজের জন্য নয়েজ রিডাকশন দেওয়া হয়েছে।


সবচেয়ে বড় স্মার্ট ডিসপ্লে ইকো শো ২১ নিয়ে এল অ্যামাজন! দাম ও ফিচার দেখে নিন, ভারতে কবে থেকে পাওয়া যাবে?
সবচেয়ে বড় স্মার্ট ডিসপ্লে ইকো শো ২১ নিয়ে এল অ্যামাজন! দাম ও ফিচার দেখে নিন, ভারতে কবে থেকে পাওয়া যাবে?
‘ইকো শো ২১’ নিয়ে এল অ্যামাজন। এটাই অ্যামাজনের এখনও পর্যন্ত সবচেয়ে বড় স্মার্ট ডিসপ্লে ইকো শো, ভিউয়িং এরিয়া আগের মডেল অর্থাৎ ইকো শো ১৫-এর প্রায় দ্বিগুণ। অবশ্য ইকো শো ১৫ মডেলকেও আপগ্রেড করেছে কোম্পানি।
অ্যামাজনের তরফে জানানো হয়েছে, এই ডিভাইসগুলিতে উন্নত অডিও (যেমন ডাবল বেস এবং রুম অ্যাডাপশন), আরও বিস্তৃত ফিল্ড-অফ-ভিউ, জুম-সহ উন্নত ক্যামেরা, এবং কলের সময় ক্লিয়ার আওয়াজের জন্য নয়েজ রিডাকশন দেওয়া হয়েছে।
ফিচার: নতুন মডেলগুলিতে বিল্ট ইন স্মার্ট হোম হাব রয়েছে, যা ম্যাটার কমপ্যাটিবল। চমৎকার নিয়ন্ত্রণ করা যায়। কাজও করে দ্রুত। পাশাপাশি এগুলিই প্রথম ইকো ডিভাইস যা Wi-Fi 6E সাপোর্ট করে।
advertisement
advertisement
দাম: আপগ্রেডেড ইকো শো ১৫-এর দাম ২৯৯.৯৯ ডলার। নতুন ইকো শো ২১ মডেল বিক্রি হচ্ছে ৩৯৯.৯৯ ডলারে। এতে অ্যালেক্সা ভয়েস রিমোট রয়েছে। পাশাপাশি দেওয়ালে ঝোলানোর জন্য ওয়াল মাউন্টিং সরঞ্জামও দেওয়া হচ্ছে। তবে নতুন স্মার্ট ডিসপ্লে ভারতে পাওয়া যাবে কি না, গেলে কবে, সেই বিষয়ে অ্যামাজন এখনও পর্যন্ত কিছু জানায়নি।
advertisement
মার্কিন মুলুকে লাইট ব্রাউন বা হোয়াইট ফ্রেম অ্যাকসেসরিজ দিয়ে ইকো শো ১৫ বা ইকো শো ২১-কে কাস্টমাইজড করতে পারেন ইউজাররা। ইকো শো ১৫-এর জন্য খরচ ৩৪.৯৯ ডলার এবং ইকো শো ২১-এর জন্য ৩৯.৯৯ ডলার। এছাড়া প্রিমিয়াম কাউন্টার স্ট্যান্ডও পাওয়া যাচ্ছে, এর দাম ৯৯.৯৯ ডলার। 
advertisement
নতুন ইকো শো ২১-এর প্রধান ফিচার: ক্যালেন্ডার, টু-ডু লিস্ট এবং লেটেস্ট নিউজ ও স্পোর্টস আপডেটের মতো গুরুত্বপূর্ণ সব তথ্য থাকবে হাতের মুঠোয়। পাশাপাশি স্ট্রিমিং সার্ভিস আরও সহজে অ্যাক্সেস করতে পারবেন ইউজার। এআই চালিত মুভি ও শো সার্চের সুবিধাও রয়েছে। এমনকী কোনও সিনেমা একটি ডিভাইসে দেখা শুরু করার পর বাকিটা অন্য ডিভাইসেও দেখতে পারেন ইউজার।
advertisement
একাধিক ইকো ডিভাইসের মধ্যে সহজেই মিউজিক, পডকাস্ট এবং রেডিও অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ করা যায়। বিল্ট-ইন হাবের সাহায্যে স্মার্ট হোম ডিভাইস ম্যানেজমেন্ট সহজ হয়, যার মধ্যে ভয়েস কন্ট্রোল এবং সহজ ইন্টারফেস রয়েছে। উন্নত ক্যামেরা সেটআপ এবং নয়েজ রিডাকশনের মাধ্যমে ভিডিও কলিংয়ের এক অন্যরকম অভিজ্ঞতা পান গ্রাহক। ঘরের মনিটরিংও সহজ হয়ে যায়। এই ডিভাইসকে মূলত বিনোদন এবং স্মার্ট হোম নিয়ন্ত্রণের কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ইউজারকে নির্বিঘ্নে সহজে ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon: সবচেয়ে বড় স্মার্ট ডিসপ্লে ইকো শো ২১ নিয়ে এল অ্যামাজন! দাম ও ফিচার দেখে নিন, ভারতে কবে থেকে পাওয়া যাবে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement