Geyser vs Immersion Rod: শীতে জল গরম করার জন্য গিজার না কি ইমারসন রড, কোনটা ভাল? কেনার আগে সুবিধা-অসুবিধা দেখে নিন
- Published by:Ankita Tripathi
- trending-desk
Last Updated:
Geyser vs Immersion Rod: স্নানের আগে প্রতিদিন জল গরম করাও ঝক্কির। এ থেকে বাঁচাতে পারে গিজার কিংবা ইমারসন রড। কিন্তু কোনটা ভাল হবে?
শীতকালে গায়ে জল পড়লেই কাঁপুনি শুরু। স্নান করার কথা ভাবলেই হাত-পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু উপায়ও নেই। অনেকেই তাই এই সময়টায় গরম জলে স্নান করেন। কিন্তু স্নানের আগে প্রতিদিন জল গরম করাও ঝক্কির। এ থেকে বাঁচাতে পারে গিজার কিংবা ইমারসন রড। কিন্তু কোনটা ভাল হবে?
জল গরম করার জন্য গিজার এবং ইমর্শন দুটোই ভাল। উভয়েরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। ইমারসন রড বাজেট ফ্রেন্ডলি এবং পোর্টেবল। অন্য দিকে, গিজার দীর্ঘমেয়াদি সুবিধা দেয়, সঙ্গে নিরাপদও। তবে দামে বিস্তর ফারাক হয়েছে।
advertisement
advertisement
ইমারসন রড: ইমারসন রডের দাম ৩০০ টাকা থেকে শুরু। ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এককথায় বাজেট ফ্রেন্ডলি। বিশেষ করে ছাত্রছাত্রী বা ছোট পরিবারগুলির জন্য। সাধারণত ১.৫ থেকে ২.০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। ঘণ্টা হিসেবে ধরলে ১.৫ ইউনিট।
ইমারসন রডের সুবিধা হল, এটা পোর্টেবল যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। যে সব পড়ুয়ারা মেসে থাকেন তাঁদের জন্য সুবিধাজনক। কিংবা সপরিবারে বেড়াতে গেলেও স্বচ্ছন্দ্যে ব্যাগে ঢুকিয়ে নিতে পারেন। খুব হালকা। জল গরম হতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। তবে জলে সঠিকভাবে ডোবাতে হবে। সমস্যা হল, ইমারসন ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। একটু এদিক ওদিক হলেই কারেন্ট লাগতে পারে।
advertisement
গিজার: গিজারের দাম সাধারণত ৩ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়। তাই বাথরুমে গিজার লাগাতে গেলে হাতে মোটা টাকা থাকা প্রয়োজন। ইনস্ট্যান্ট গিজারে ৩ থেকে ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়। স্টোরেজ গিজারে ২ থেকে ৩ কিলোওয়াট। ইমারসন রডের থেকে বেশি।
advertisement
এর সবচেয়ে বড় সুবিধা হল, স্যুইচ টিপলেই জল গরম হয়ে যায়। ইনস্ট্যান্ট গিজার ছোট পরিবারগুলির জন্য এবং স্টোরেজ গিজার বড় পরিবারগুলির জন্য আদর্শ। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ, পাওয়ার ইন্ডিকেটর এবং পিইউএফ ইনস্যুলেশন এর মতো ফিচার থাকে। সমস্যা বলতে এর দাম বেশি। ব্যবহারের জন্য বাথরুমে অতিরিক্ত জায়গারও প্রয়োজন।
advertisement
কোনটা কেনা উচিত: বাজেট কম থাকলে ইমারসন। দীর্ঘমেয়াদে ব্যবহার করতে চাইলে গিজার। আবার যদি কেউ বিদ্যুৎ সাশ্রয়ের কথা ভাবেন তাহলে ইমর্শন নেওয়াই উচিত। আবার বেশি জল গরম করতে চাইলে গিজারই উপযুক্ত।
নতুন মডেলের দাম: Singer IR-10, V-Guard VIH 151 মডেলের ইমারসন রডের দাম ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। অন্য দিকে, Bajaj Majesty 15L-এর গিজারের জন্য ৬,০০০ থেকে ৮,০০০ টাকা খরচ করতে হবে। Racold Eterno Pro 25L মডেলও ভাল। এর দাম ১২,০০০ টাকা।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 8:37 PM IST