ডাউনপেমেন্ট লাগবে না, খুব কম EMI, মাসে খরচ ৫০০ টাকা! গাড়ির শখ এবার পূরণ হতে পারে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Alto K10: এক টাকাও ডাউনপেমেন্ট লাগবে না। মাসে খরচ মাত্র ৫০০ টাকা। চার চাকার শখ পূরণ হতে পারে এবার।
কলকাতা: এমন একটি গাড়ি যা এই বাজারেও ৩৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। তার উপর এটির রক্ষণাবেক্ষণের খরচ মাসে মাত্র ৫০০ টাকা।
এই গাড়ির বেস ভেরিয়েন্টে ১০০ শতাংশ ফিনান্স করা হলে মাত্র ৭০০০ টাকা ইএমআই পড়বে। Maruti Suzuki Alto K10-এর কথা বলা হচ্ছে। এটি পেট্রোলের পাশাপাশি সিএনজি বিকল্পেও পাওয়া যায়। এতে ৫ জন আরামে বসতে পারবেন।
আরও পড়ুন- ট্রেনের টিকিট বুকিং, ক্যানসেল, সব হবে সহজে! এই অ্যাপ মোবাইলে থাকলে চিন্তা নেই
BS-VI ফেজ 2 কমপ্লায়েন্ট 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন Alto K10-এ পাবেন। এই ইঞ্জিন 67 PS পাওয়ার জেনারেট করে। 89 Nm টর্ক। অন্যদিকে, সিএনজিতে পাওয়ার আউটপুট কমে যায়। CNG তে এই ইঞ্জিন 57PS এবং 82.1Nm শক্তি উৎপন্ন করে।
advertisement
advertisement
CNG ভেরিয়েন্টে 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পাওয়া যায়। পেট্রোল ভেরিয়েন্টে 5-স্পিড ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্স থাকে। এটি পেট্রোলে প্রতি লিটারে ২৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
সিএনজিতে মাইলেজ অবশ্য বেশি। সিএনজিতে এই গাড়িটি প্রতি কেজিতে ৩৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এর রক্ষণাবেক্ষণের খরচও খুবই কম।
এই গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক খরচ হয় প্রায় ৬-৭ হাজার টাকা। মানে মাসে প্রায় ৫০০ টাকা। এর সার্ভিস চার্জ সত্যি এতটাই কম। যদিও এতে গাড়ির কোনও যন্ত্রাংশ লাগানোর খরচ অন্তর্ভুক্ত নয়। যন্ত্রাংশ লাগানোর ক্ষেত্রে খরচ বাড়বে।
advertisement
আরও পড়ুন- সাবধান! মোবাইল কভারের পিছনে টাকা রাখেন? বড় বিপদ ঘটে যেতে পারে
Alto K10 এর বেস মডেলের দাম 3.99 লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন রোড এর দাম প্রায় 4.41 লক্ষ টাকা। আপনি যদি ৭ বছরের জন্য ৯ শতাংশ সুদের হারে ঋণ নেন, তাহলে EMI পড়বে প্রায় ৭১০৮ টাকা।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 1:48 PM IST