সাবধান! মোবাইল কভারের পিছনে টাকা রাখেন? বড় বিপদ ঘটে যেতে পারে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Note in smartphone cover: ফোনের কভারের মধ্যে নোট রাখেন? বড় বিপদ হতে পারে।
কলকাতা: জোগারের ক্ষেত্রে ভারতীয়রা বরাবরই এগিয়ে। যে কোনও কঠিন পরিস্থিতিতে ভারতীয়রা ঠিক নতুন রাস্তা বের করে নিতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা সমস্যাও তৈরি করতে পারে।
আপনি প্রায়ই দেখেছেন হয়তো, অনেকেই টাকা রাখার জন্য মোবাইল কভার ব্যবহার করেন। আমরা মনে করি মোবাইল কেস-এ নোট নিরাপদ থাকবে। প্রয়োজন হলে আমরা সহজেই কভার থেকে সেটি বের করে নিতে পারব। কিন্তু এই অভ্যাস বিপজ্জনক হতে পারে।
আরও পড়ুন- রিমোট দিয়ে টিভি বন্ধ করছেন? সুইচ অফ করছেন না! কত টাকা বাড়ছে বিদ্যুতের বিল? জানুন
ফোনের কভারে নোট রাখলে স্মার্টফোনে আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়। অনেকেই দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন, ভিডিও দেখেন বা কল করেন কাউকে! তখন ফোনের প্রসেসর দ্রুত গতিতে কাজ করে ফলে ফোন গরম হয়ে যায়।
advertisement
advertisement
এমন অবস্থায় ফোনের তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধির এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে ফোনের কভারটি সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়। ফলে ফোন কেসের ভেতরে কোনও ধরনের দাহ্য পদার্থ রাখা উচিত নয়। কারণ ফোনের প্রসেসর গরম হওয়ার কারণে নোটে আগুন লেগে যেতে পারে।
আরও পড়ুন- ৪৮ ঘণ্টার মধ্যে চাঁদে ল্যান্ড করবে চন্দ্রযান ৩, ফিরে দেখা অতীতের চন্দ্র অভিযান!
কিছুদিন আগে এমন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল একটি মেয়ে। ফলে ফোনের কভারের ভিতরে নোট না রাখার পরামর্শ দেওয়া হয়। ফোনে টাইট কভার ব্যবহার করা উচিত নয় কখনওই। এতে ফোনের তাপ বের হতে সমস্যা হতে পারে। কভার টাইট হলে ফোন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 4:35 PM IST