Moon Mission: ৪৮ ঘণ্টার মধ্যে চাঁদে ল্যান্ড করবে চন্দ্রযান ৩, ফিরে দেখা অতীতের চন্দ্র অভিযান!

Last Updated:
Moon Mission: চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয় ১৪ জুলাই। ঐতিহাসিক অবতরণের মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এই সময় চন্দ্র মিশনের আগের সংস্করণগুলি দেখে নেওয়া যাক।
1/6
বুক ঢিপঢিপ। গোটা ভারতের। আর কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের মাটিতে ল্যান্ড করবে চন্দ্রযান ৩। সব ঠিকঠাক হবে তো? রাশিয়ার লুনা ২৫-কে দেখে আশঙ্কা বেড়ে গিয়েছে। আগে ভারতের দুটি চন্দ্রযানও সফল অবতরণে ব্যর্থ। ফলে ঘর পোড়া গরুর মতো অবস্থা ভারতবাসীর।বুক ঢিপঢিপ। গোটা ভারতের। আর কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের মাটিতে ল্যান্ড করবে চন্দ্রযান ৩। সব ঠিকঠাক হবে তো? রাশিয়ার লুনা ২৫-কে দেখে আশঙ্কা বেড়ে গিয়েছে। আগে ভারতের দুটি চন্দ্রযানও সফল অবতরণে ব্যর্থ। ফলে ঘর পোড়া গরুর মতো অবস্থা ভারতবাসীর।
বুক ঢিপঢিপ। গোটা ভারতের। আর কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের মাটিতে ল্যান্ড করবে চন্দ্রযান ৩। সব ঠিকঠাক হবে তো? রাশিয়ার লুনা ২৫-কে দেখে আশঙ্কা বেড়ে গিয়েছে। আগে ভারতের দুটি চন্দ্রযানও সফল অবতরণে ব্যর্থ। ফলে ঘর পোড়া গরুর মতো অবস্থা ভারতবাসীর।বুক ঢিপঢিপ। গোটা ভারতের। আর কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের মাটিতে ল্যান্ড করবে চন্দ্রযান ৩। সব ঠিকঠাক হবে তো? রাশিয়ার লুনা ২৫-কে দেখে আশঙ্কা বেড়ে গিয়েছে। আগে ভারতের দুটি চন্দ্রযানও সফল অবতরণে ব্যর্থ। ফলে ঘর পোড়া গরুর মতো অবস্থা ভারতবাসীর।
advertisement
2/6
তবে আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা। বুধবার থেকে চন্দ্রযান ৩-এর লাইভ টেলিকাস্ট শুরু করবে ইসরো। সবকিছু পরিকল্পনা মতো চললে, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখবে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এক নিঃশ্বাসে উচ্চারিত হবে ভারতের নাম।
তবে আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা। বুধবার থেকে চন্দ্রযান ৩-এর লাইভ টেলিকাস্ট শুরু করবে ইসরো। সবকিছু পরিকল্পনা মতো চললে, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখবে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এক নিঃশ্বাসে উচ্চারিত হবে ভারতের নাম।
advertisement
3/6
 চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয় ১৪ জুলাই। তারপর থেকে এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। সমস্ত পদক্ষেপই সফল। চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩। এরপর প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলের বিচ্ছেদেও গড়বড় হয়নি।
চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয় ১৪ জুলাই। তারপর থেকে এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। সমস্ত পদক্ষেপই সফল। চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩। এরপর প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলের বিচ্ছেদেও গড়বড় হয়নি।
advertisement
4/6
ঐতিহাসিক অবতরণের মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এই সময় চন্দ্র মিশনের আগের সংস্করণগুলি দেখে নেওয়া যাক।
ঐতিহাসিক অবতরণের মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এই সময় চন্দ্র মিশনের আগের সংস্করণগুলি দেখে নেওয়া যাক।
advertisement
5/6
চন্দ্রযান ১: চাঁদে ভারতের প্রথম মিশন, চন্দ্রযান ১। দু’বছরের উদ্যোগ। ২০০৮ সালের অক্টোবরে সফল উৎক্ষেপণ হয়। চন্দ্রযান ১-এ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, সুইডেন এবং বুলগেরিয়াতে নির্মিত বৈজ্ঞানিক যন্ত্রপাতি। এটি চন্দ্র পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় চাঁদকে প্রদক্ষিণ করে, চাঁদের রাসায়নিক, খনিজ এবং ফটো-জিওলজিক ম্যাপিং করে। ২০০৯ সালের মে মাসে চাঁদ থেকে ২০০ কিমি দূরের কক্ষপথে অবস্থান করছিল চন্দ্রযান ১। সেই সময়ই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চন্দ্রযান ১: চাঁদে ভারতের প্রথম মিশন, চন্দ্রযান ১। দু’বছরের উদ্যোগ। ২০০৮ সালের অক্টোবরে সফল উৎক্ষেপণ হয়। চন্দ্রযান ১-এ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, সুইডেন এবং বুলগেরিয়াতে নির্মিত বৈজ্ঞানিক যন্ত্রপাতি। এটি চন্দ্র পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় চাঁদকে প্রদক্ষিণ করে, চাঁদের রাসায়নিক, খনিজ এবং ফটো-জিওলজিক ম্যাপিং করে। ২০০৯ সালের মে মাসে চাঁদ থেকে ২০০ কিমি দূরের কক্ষপথে অবস্থান করছিল চন্দ্রযান ১। সেই সময়ই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement
6/6
চন্দ্রযান ২: চাঁদে ভারতের দ্বিতীয় অভিযান। ইসরোর আগের কর্মসূচিগুলোর তুলনায় এটা ছিল জটিল। লক্ষ্য, চাঁদের অজানা দক্ষিণ মেরু খুঁজে দেখা। তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত হয় চন্দ্রযান ২: অরবিটার, ল্যান্ডার এবং রোভার। ২০১৯-এর ১৪ অগাস্ট সফল উৎক্ষেপণ হয়। পৃথিবীকে সফল প্রদক্ষিণ করে। ২০ অগাস্ট প্রবেশ করে চাঁদের কক্ষপথে। ল্যান্ডার বিক্রম ২ সেপ্টেম্বর, ২০১৯-এ অরবিটার থেকে আলাদা হয়ে যায়। চাঁদের ২.১ কিমি আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চন্দ্রযান ২: চাঁদে ভারতের দ্বিতীয় অভিযান। ইসরোর আগের কর্মসূচিগুলোর তুলনায় এটা ছিল জটিল। লক্ষ্য, চাঁদের অজানা দক্ষিণ মেরু খুঁজে দেখা। তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত হয় চন্দ্রযান ২: অরবিটার, ল্যান্ডার এবং রোভার। ২০১৯-এর ১৪ অগাস্ট সফল উৎক্ষেপণ হয়। পৃথিবীকে সফল প্রদক্ষিণ করে। ২০ অগাস্ট প্রবেশ করে চাঁদের কক্ষপথে। ল্যান্ডার বিক্রম ২ সেপ্টেম্বর, ২০১৯-এ অরবিটার থেকে আলাদা হয়ে যায়। চাঁদের ২.১ কিমি আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement
advertisement
advertisement