Electricity Bill: রিমোট দিয়ে টিভি বন্ধ করছেন? সুইচ অফ করছেন না! কত টাকা বাড়ছে বিদ্যুতের বিল? জানুন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Electricity Bill: বিশেষজ্ঞরা বলছেন এই ভাবে বন্ধ হওয়া টেলিভিশনগুলোতে পাওয়ার কাট হওয়ার পরেও অতিরিক্ত পাওয়ার বা ইলেকট্রিসিটি খরচ হয়।
নয়া দিল্লি: টেলিভিশন এখন আমাদের পরিবারের অন্যতম প্রধান সদস্য হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার চলতি বাজারে টেলিভিশন এখনও নিজের চাহিদা অটুট রেখেছে। তাই স্বাভাবিক ভাবেই মাসিক বিদ্যুৎ বিলের একটা অংশ টেলিভিশনের জন্য ধরা-বাঁধা থাকে। সারা ভারতে প্রায় প্রতি পরিবারেই টেলিভিশন ব্যবহারের চল রয়েছে। এদের মধ্যে প্রায় ৭০% পরিবারে মেন সুইচ থেকে টেলিভিশন বন্ধ করার পরিবর্তে রিমোট ব্যবহার করে টেলিভিশন বন্ধ রাখার অভ্যাস রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন এই ভাবে বন্ধ হওয়া টেলিভিশনগুলোতে পাওয়ার কাট হওয়ার পরেও অতিরিক্ত পাওয়ার বা ইলেকট্রিসিটি খরচ হয়। বলা বাহুল্য, এতে পারিবারিক পাওয়ার বাজেটের একটা বড় অংশই খরচ হয়ে যায়। অনেকে হয়তো না জেনেই এমনটা করে থাকেন, তবে এর ভবিষ্যৎ খরচ কিন্তু আমাদের বাজেটের সীমা ছাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে ইলেকট্রনিক যে কোনও আইটেমগুলোকেই স্ট্যান্ডবাই মোডে রাখা উচিত নয়, কারণ এতে প্লাগ সকেট থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ হয়। টেলিভিশন সেটের ক্ষেত্রে এর অর্থ হল যে কোনও টিভিকেই শুধুমাত্র রিমোট কন্ট্রোল দ্বারা বন্ধ না করে, মেন সুইচ থেকে বন্ধ করা উচিত।
advertisement
advertisement
টিভি স্ট্যান্ডবাই মোডে রাখতে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে?
স্ট্যান্ডবাই মোডে রাখা একটি টিভি যে পরিমাণ বিদ্যৎত খরচ করে তা নির্ভর করে এর টেকনোলজি, মডেল, আকার এবং পাশাপাশি এর কার্যকারিতার উপরে। সমস্ত ইলেকট্রনিক আইটেমের একটি নির্দিষ্ট পাওয়ার রেটিং থাকে যা গ্রাহককে জানায় যে গ্যাজেটটি কাজ করার জন্য কতটা বিদ্যুৎ ব্যবহার করবে। এই রেটিং সাধারণত ওয়াট বা কিলোওয়াটে দেওয়া থাকে।
advertisement
বিশেষজ্ঞদের মতে, স্ট্যান্ডবাইতে থাকা একটি টিভি ঘণ্টায় ১০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে। তবে কীভাবে টিভি ব্যবহার করা হচ্ছে বা কোন স্থানে ব্যবহার করা হচ্ছে এই কারণগুলোর উপর ভিত্তি করেও বিদ্যুৎ খরচ পরিবর্তিত হতে পারে। টিভি স্ট্যান্ডবাই রেখে শুধুমাত্র রিমোটের মাধ্যমে সুইচ অফ করার অভ্যাস মাসিক বিদ্যুতের বিল প্রায় ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। টেলিভিশন একটি এয়ার কন্ডিশনার বা হিটারের মতো সিজনাল যন্ত্র না হওয়ায় এই অপচয় প্রতি মাসেই হয়ে থাকে। অর্থাৎ বার্ষিক হিসেবে একটি টেলিভিশনের পেছনে আমাদের অতিরিক্ত ১২০০ টাকা বেশি বিল খরচ করতে হয়!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 2:19 PM IST