Air Conditioner: তীব্র গরমে পুড়ছে চারপাশ! এসি কেনার আগে জেনে নিন প্রয়োজনীয় কিছু তথ্য, না হলে হয়তো টাকাটাই জলে যাবে

Last Updated:

এসি কেনার পরিকল্পনা না থাকলেও তা কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। তবে এসি কেনার আগে জেনে নেওয়া যাক জরুরি খুঁটিনাটি।

কলকাতা: সেই কবে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। যার জেরে রাস্তাঘাটে বেরোনোই দায়। আর ঘরে বসে থাকলেও শান্তি নেই। ঘেমেনেয়ে একেবারে একসা। ফলে এয়ার কন্ডিশনার বা এসি এখন মাস্ট। আর কয়েক বছর আগে পর্যন্ত এসি বিলাসিতা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অপরিহার্য হয়ে উঠেছে। ফলে এসি কেনার পরিকল্পনা না থাকলেও তা কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। তবে এসি কেনার আগে জেনে নেওয়া যাক জরুরি খুঁটিনাটি।
এসি-র ধরন:
উইন্ডো এসি: এক্ষেত্রে তেমন জটিলতা নেই। আর ইনস্টলেশনের জন্য খুব একটা বেশি জায়গাও লাগে না। ভাড়া বাড়ির জন্য একেবারে আদর্শ। তবে দেখতে সুন্দর নয় আর আওয়াজও হয় বেশি।
advertisement
স্প্লিট এসি: দ্রুত ঠান্ডা করে ঘর। বাতাসের প্রবাহও ভাল থাকে। দামী এবং ইনস্টল ও পরিচর্যার ক্ষেত্রে বেশ হ্যাপা রয়েছে।
advertisement
পোর্টেবল এসি: এক জায়গা থেকে অন্য জায়গায় বিশেষ করে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাওয়া যায়। ছোট জায়গার জন্য আদর্শ। কিন্তু একটু বেশিই আওয়াজ করে।
এসি-র ক্ষমতা: এসি যাতে কার্যকর ভাবে কাজ করতে পারে, তার জন্য সঠিক টন ক্ষমতাসম্পন্ন এসি কেনা উচিত। ঘরের মাপের উপর এই টনের হিসেব নির্ভর করে। যেমন- ছোট বেডরুমের জন্য ১ টনের একটি এসি-ই যথেষ্ট। আবার তার থেকে আর একটু বড় ঘরের জন্য কিনতে হবে ১.৫ টনের এসি। আর হলের জন্য ২ টনের এসি লাগবে। ক্যাপাসিটি কিংবা ক্ষমতা মাপা হয় বিটিইউ এককের মাধ্যমে। ঘর যত বড় হবে, তত বেশি বিটিইউ রেটিং প্রয়োজন।
advertisement
স্টার-রেটিং সিস্টেম: স্টার রেটিং সিস্টেম হল বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সের এনার্জি এফিসিয়েন্সি। ১ থেকে ৫ পর্যন্ত এই রেটিং দেওয়া হয়। স্টার যত বেশি হবে, ঠান্ডা করার ক্ষমতাও তত বেশি হবে। সেই সঙ্গে এনার্জিও বাঁচবে। তাই ৫-স্টার এসি কেনা উচিত।
ইনভার্টার ও নন-ইনভার্টার এসি: আসলে এসি-তে এই দুই ধরনের টেকনোলজি দেখা যায়। ইনভার্টার এসি-র ক্ষেত্রে কম এনার্জিতেই কাজ হয়। ফলে দামও হয় বেশি। আর ডুয়াল ইনভার্টার এসি হলে তো কথাই নেই। এক্ষেত্রে দুর্দান্ত ঠান্ডা হবে। সেই সঙ্গে স্ট্যান্ডার্ড ইনভার্টার এসি-র তুলনায় এনার্জি এফিসিয়েন্টও বটে।
advertisement
সার্ভিসিং: ভাল জনপ্রিয় ব্র্যান্ডেরই এসি কেনা উচিত। এর জন্য বন্ধুবান্ধব-আত্মীয়দের সঙ্গেও কথা বলতে হবে। কোন সংস্থার এসি ভাল, তাঁদের পূর্ববর্তী অভিজ্ঞতা সম্পর্কে জেনে নিতে হবে। সার্ভিসের মান কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Air Conditioner: তীব্র গরমে পুড়ছে চারপাশ! এসি কেনার আগে জেনে নিন প্রয়োজনীয় কিছু তথ্য, না হলে হয়তো টাকাটাই জলে যাবে
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement