যুবরাজের নির্দেশনায় কলকাতায় হাই-পারফরম্যান্স সামার ক্লিনিকের আয়োজন মার্লিন রাইজে

Last Updated:

এই ক্লিনিক অনুষ্ঠিত হচ্ছে যুবরাজ সিং সেন্টার অফ এক্সলেন্স (YSCE) হাই-পারফরম্যান্স সেন্টার, ক্লাব প্যাভিলিয়ন, মার্লিন রাইজে।

যুবরাজ সিংয়ের নির্দেশনায় কলকাতায় হাই-পারফরম্যান্স সামার ক্লিনিক
যুবরাজ সিংয়ের নির্দেশনায় কলকাতায় হাই-পারফরম্যান্স সামার ক্লিনিক
কলকাতা: যুবরাজ সিং সেন্টার অফ এক্সলেন্স (YSCE) ক্রিকেট অ্যাকাডেমি মার্লিন গ্রুপের সঙ্গে যৌথভাবে ২০ থেকে ২৬ জুলাই ২০২৫ পর্যন্ত সাত দিনের হাই-পারফরম্যান্স সামার ক্লিনিক আয়োজন করল। এই ক্লিনিক অনুষ্ঠিত হচ্ছে যুবরাজ সিং সেন্টার অফ এক্সলেন্স (YSCE) হাই-পারফরম্যান্স সেন্টার, ক্লাব প্যাভিলিয়ন, মার্লিন রাইজে।
সব বয়সের খেলোয়াড়দের এই সামার ক্লিনিক এলিট-লেভেল প্রশিক্ষণ নিতে পারে। এই কর্মসূচি চলতি বছরের শুরুতে পূর্ব ভারতের অনুষ্ঠিত হওয়া আগের ক্যাম্প এবং ট্রায়ালগুলির সাফল্যের ভিত্তিতে আয়োজিত হল । অংশগ্রহণকারীরা সপ্তাহব্যাপী ক্লিনিকে কোচেদের থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং উইকেট-কিপিং-সহ ফিটনেস, ম্যাচ-সিমুলেশন এবং ক্রিকেট সম্পর্কীয় সচেতনতা ও মানসিক ফিটনেস বিষয়গুলিতে প্রশিক্ষণ নিতে পারবে।
advertisement
advertisement
যুবরাজ সিং সেন্টার অফ এক্সলেন্স (YSCE)-র প্রতিষ্ঠাতা যুবরাজ সিং এই ক্লিনিক প্রসঙ্গে বলেন, ‘‘প্রতিটি খেলোয়াড়ের প্রতিভা রয়েছে ৷ কিন্তু সেই প্রতিভার জন্য প্রয়োজন সঠিক প্ল্যাটফর্ম এবং সঠিক অনুপ্রেরণা। এই ক্লিনিক হল তরুণ ক্রিকেটারদের শুধু দক্ষতা নয়, খেলায় টিকে থাকার মানসিকতা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের আরও উঁচু লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসুক।’’
advertisement
মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এই ক্লিনিক প্রসঙ্গে বলেন, ওয়াইএসসিই – (YSCE)-তে সামার ক্লিনিক ছাত্রদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খ্যাতনামা ক্রিকেট তারকা যুবরাজ সিং-এর পরামর্শ তাঁরা পাবেন। আমরা আত্মবিশ্বাসী যে এই অভিজ্ঞতা ছাত্রদের আগামী ক্রিকেট যাত্রাকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে।’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যুবরাজের নির্দেশনায় কলকাতায় হাই-পারফরম্যান্স সামার ক্লিনিকের আয়োজন মার্লিন রাইজে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement