ইউরিয়া এবং পটাশের কথা ভুলে যান, ধানের ফলন বাড়াতে শুধু ব্যবহার করুন ৫ কেজি এই গুঁড়ো, অবিলম্বে দ্বিগুণ হবে উৎপাদন !

Last Updated:
Paddy Farming Tips : আর এই সমস্ত বিষয় মাথায় রেখে কৃষকদের জৈব এবং প্রাকৃতিক কৃষিকাজ করার জন্য ক্রমাগত উৎসাহ দিয়ে চলেছেন কৃষি বিশেষজ্ঞরা।
1/5
Report: Simranjeet Singh: কৃষিকাজে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার  ক্রমশই বাড়ছে। যা মাটির স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর বলে প্রমাণিত হচ্ছে। তার পাশাপাশি মানবজীবনের উপরেও এর অনেক প্রতিকূল প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আর এই সমস্ত বিষয় মাথায় রেখে কৃষকদের জৈব এবং প্রাকৃতিক কৃষিকাজ করার জন্য ক্রমাগত উৎসাহ দিয়ে চলেছেন কৃষি বিশেষজ্ঞরা। এমনকী কৃষকরা যদি প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করেন, তাহলে ফসল থেকে তাঁরা ভাল উৎপাদন পেয়ে যেতে পারেন। এর ফলে ফলনও ভাল হবে।
Report: Simranjeet Singh: কৃষিকাজে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার  ক্রমশই বাড়ছে। যা মাটির স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর বলে প্রমাণিত হচ্ছে। তার পাশাপাশি মানবজীবনের উপরেও এর অনেক প্রতিকূল প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আর এই সমস্ত বিষয় মাথায় রেখে কৃষকদের জৈব এবং প্রাকৃতিক কৃষিকাজ করার জন্য ক্রমাগত উৎসাহ দিয়ে চলেছেন কৃষি বিশেষজ্ঞরা। এমনকী কৃষকরা যদি প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করেন, তাহলে ফসল থেকে তাঁরা ভাল উৎপাদন পেয়ে যেতে পারেন। এর ফলে ফলনও ভাল হবে।
advertisement
2/5
উত্তর প্রদেশের শাহজাহানপুরের নিয়ামতপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিযুক্ত কৃষি বিশেষজ্ঞ ডা. এনসি ত্রিপাঠী বলেন যে, যদি কৃষকরা ফসল থেকে ভাল উৎপাদন পেতে চান, তাহলে তাঁরা রাসায়নিক সারের পরিবর্তে দেশীয় পদ্ধতিও অবলম্বন করতে পারেন। কৃষকরা যদি তাঁদের ফসল ধানের জন্য সরিষার খোল ব্যবহার করেন, তাহলে আরও ভাল ফলাফল পাওয়া যাবে। আসলে সরিষার খোল সাধারণত পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কৃষকরা যদি ধান চাষের ক্ষেত্রে এটি ব্যবহার করেন, তাহলে ধান গাছ ভাল ভাবে বৃদ্ধি পাবে। ধানের কলির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। আর ফসলে পোকামাকড়ও কম হবে।  (Representative Image)
উত্তর প্রদেশের শাহজাহানপুরের নিয়ামতপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিযুক্ত কৃষি বিশেষজ্ঞ ডা. এনসি ত্রিপাঠী বলেন যে, যদি কৃষকরা ফসল থেকে ভাল উৎপাদন পেতে চান, তাহলে তাঁরা রাসায়নিক সারের পরিবর্তে দেশীয় পদ্ধতিও অবলম্বন করতে পারেন। কৃষকরা যদি তাঁদের ফসল ধানের জন্য সরিষার খোল ব্যবহার করেন, তাহলে আরও ভাল ফলাফল পাওয়া যাবে। আসলে সরিষার খোল সাধারণত পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কৃষকরা যদি ধান চাষের ক্ষেত্রে এটি ব্যবহার করেন, তাহলে ধান গাছ ভাল ভাবে বৃদ্ধি পাবে। ধানের কলির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। আর ফসলে পোকামাকড়ও কম হবে।  (Representative Image)
advertisement
3/5
সরিষার খোল কীভাবে ব্যবহার করতে হবে? সরিষার খোল ব্যবহার করার আগে প্রথমে ক্ষেতের মধ্যে জল ভরতে হবে। এরপরে ৫ থেকে ৭ কেজি সরিষার খোল নিতে হবে এবং তা মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার সেই সরিষার খোল গোটা ফসলের ক্ষেত জুড়ে ছড়িয়ে দিতে হবে। এটা করার ফলে ধান গাছের বাড়-বৃদ্ধি আরও ত্বরাণ্বিত হবে। আর ধান গাছ রোপণ করার আগে এই সরিষার খোল জমিতে প্রয়োগ করতে পারেন কৃষকরা।(Representative Image)
সরিষার খোল কীভাবে ব্যবহার করতে হবে? সরিষার খোল ব্যবহার করার আগে প্রথমে ক্ষেতের মধ্যে জল ভরতে হবে। এরপরে ৫ থেকে ৭ কেজি সরিষার খোল নিতে হবে এবং তা মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার সেই সরিষার খোল গোটা ফসলের ক্ষেত জুড়ে ছড়িয়ে দিতে হবে। এটা করার ফলে ধান গাছের বাড়-বৃদ্ধি আরও ত্বরাণ্বিত হবে। আর ধান গাছ রোপণ করার আগে এই সরিষার খোল জমিতে প্রয়োগ করতে পারেন কৃষকরা।(Representative Image)
advertisement
4/5
সরিষার খোল একাধিক পুষ্টি উপাদানের ভাণ্ডার: সরিষার খোল আসলে চাষবাসে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। এর মধ্যে উপস্থিত থাকে একাধিক পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস। বলা ভাল, সরিষার খোল কিন্তু নিউট্রিয়েন্টসের ভাণ্ডার। এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন, বোরন, সালফার, জিঙ্ক, ফসফরাস এবং পটাশের মতো প্রধান এবং জরুরি নিউট্রিয়েন্টস। (Representative Image)
সরিষার খোল একাধিক পুষ্টি উপাদানের ভাণ্ডার: সরিষার খোল আসলে চাষবাসে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। এর মধ্যে উপস্থিত থাকে একাধিক পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস। বলা ভাল, সরিষার খোল কিন্তু নিউট্রিয়েন্টসের ভাণ্ডার। এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন, বোরন, সালফার, জিঙ্ক, ফসফরাস এবং পটাশের মতো প্রধান এবং জরুরি নিউট্রিয়েন্টস। (Representative Image)
advertisement
5/5
ফসল কিংবা গাছের বাড়-বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত জরুরি পুষ্টি উপাদান। ফলে বোঝাই যাচ্ছে যে, সরিষার খোল ফসল চাষের জন্য ব্যবহার করা হলে ফসল দ্রুত বৃদ্ধি পাবে। শুধু তা-ই নয়, এর পাশাপাশি ফসলের ওজনও অনেকটাই বাড়বে। আর তার জেরে ভাল ফলন পাবেন কৃষকরাও। (Representative Image)
ফসল কিংবা গাছের বাড়-বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত জরুরি পুষ্টি উপাদান। ফলে বোঝাই যাচ্ছে যে, সরিষার খোল ফসল চাষের জন্য ব্যবহার করা হলে ফসল দ্রুত বৃদ্ধি পাবে। শুধু তা-ই নয়, এর পাশাপাশি ফসলের ওজনও অনেকটাই বাড়বে। আর তার জেরে ভাল ফলন পাবেন কৃষকরাও। (Representative Image)
advertisement
advertisement
advertisement