অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন জন্ম হয়েছে মেয়ের, অবশেষে সন্তানের মুখ দেখলেন নটরাজন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
দেশের বাইরে থাকাকালীনই জন্ম হয়েছে তাঁর মেয়ের । রবিবার তাঁকে দেখা গেল স্ত্রী আর নবজাতকের সঙ্গে তামিলনাড়ুর একটি মন্দিরে ।
#চেন্নাই: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং। যার জেরে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াগমী ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন থাঙ্গারসু নটরাজন ওরফে টি নটরাজন । দুবাই থেকে যখন তিনি ক্যাঙারুর দেশে খেলতে যাচ্ছেন তখনই তাঁর ঘর আলো করে এসেছিল নতুন এক সদস্য । কিন্তু সে সময় ২২ গজে দেশের প্রতিনিধিত্ব করছিলেন তিনি ।
তামিলনাডুর চিন্নাপামপাত্তি গ্রামের এঁদো গলি থেকে ব্রিসবেনে টেস্ট অভিষেক। প্রথম টেস্টে নেমেই মাতিয়ে দিয়েছিলেন নটরাজন। ইয়র্কার দেওয়ার ক্ষমতা ছাড়াও তাঁর গতিতে কেঁপে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তারপরেরটা ইতিহাস । ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক হতে পেরেছিলেন ২৯ বছরের এই বাঁ হাতি পেসার। সে সব দিন কাটিয়ে অবশেষে ফিরেছেন দেশে । এখন অন্য এক আনন্দের শরিক হলেন গর্বিত বাবা টি নটরাজন ।
advertisement
Our little angel HanvikaYou are our life’s most beautiful https://t.co/SbBd57woyb are the reason why our life is so much happier.Thank you laddu for choosing us as ur parents.we love u always and forever #4monthold#daughtersarethebest #familyiseverything pic.twitter.com/nB98ehE5f9
— Natarajan (@Natarajan_91) February 22, 2021
advertisement
advertisement
দেশের বাইরে থাকাকালীনই জন্ম হয়েছে তাঁর মেয়ের । রবিবার তাঁকে দেখা গেল স্ত্রী আর নবজাতকের সঙ্গে তামিলনাড়ুর একটি মন্দিরে । সেই ছবিটি ট্যুইটারে পোস্ট করে তিনি লেখেন, ফিলিং ব্লেসেড । পাশাপাশি এও জানান, তাঁদের ছোট্ট মেয়ের নাম হনভিকা । লেখেন, ‘‘তুমি আমাদের জীবনের সেরা উপহার । তোমার জন্যই আমাদের জীবনটা এত সুন্দর । অনেক ধন্যবাদ লাডো আমাদেরকে তোমার বাবা-মা হিসাবে বেছে নেওয়ার জন্য । লভ ইউ সবসময়, চিরদিন ।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2021 10:46 PM IST