অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন জন্ম হয়েছে মেয়ের, অবশেষে সন্তানের মুখ দেখলেন নটরাজন

Last Updated:

দেশের বাইরে থাকাকালীনই জন্ম হয়েছে তাঁর মেয়ের । রবিবার তাঁকে দেখা গেল স্ত্রী আর নবজাতকের সঙ্গে তামিলনাড়ুর একটি মন্দিরে ।

#চেন্নাই: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং। যার জেরে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াগমী ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন থাঙ্গারসু নটরাজন ওরফে টি নটরাজন । দুবাই থেকে যখন তিনি ক্যাঙারুর দেশে খেলতে যাচ্ছেন তখনই তাঁর ঘর আলো করে এসেছিল নতুন এক সদস্য । কিন্তু সে সময় ২২ গজে দেশের প্রতিনিধিত্ব করছিলেন তিনি ।
তামিলনাডুর চিন্নাপামপাত্তি গ্রামের এঁদো গলি থেকে ব্রিসবেনে টেস্ট অভিষেক। প্রথম টেস্টে নেমেই মাতিয়ে দিয়েছিলেন নটরাজন। ইয়র্কার দেওয়ার ক্ষমতা ছাড়াও তাঁর গতিতে কেঁপে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তারপরেরটা ইতিহাস । ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক হতে পেরেছিলেন ২৯ বছরের এই বাঁ হাতি পেসার। সে সব দিন কাটিয়ে অবশেষে ফিরেছেন দেশে । এখন অন্য এক আনন্দের শরিক হলেন গর্বিত বাবা টি নটরাজন ।
advertisement
advertisement
advertisement
দেশের বাইরে থাকাকালীনই জন্ম হয়েছে তাঁর মেয়ের । রবিবার তাঁকে দেখা গেল স্ত্রী আর নবজাতকের সঙ্গে তামিলনাড়ুর একটি মন্দিরে । সেই ছবিটি ট্যুইটারে পোস্ট করে তিনি লেখেন, ফিলিং ব্লেসেড । পাশাপাশি এও জানান, তাঁদের ছোট্ট মেয়ের নাম হনভিকা । লেখেন, ‘‘তুমি আমাদের জীবনের সেরা উপহার । তোমার জন্যই আমাদের জীবনটা এত সুন্দর । অনেক ধন্যবাদ লাডো আমাদেরকে তোমার বাবা-মা হিসাবে বেছে নেওয়ার জন্য । লভ ইউ সবসময়, চিরদিন ।’’
বাংলা খবর/ খবর/খেলা/
অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন জন্ম হয়েছে মেয়ের, অবশেষে সন্তানের মুখ দেখলেন নটরাজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement