এবার ব্যাট হাতে কামাল দেখালেন যশস্বীর ভাই তেজস্বী, খেললেন মারকাটারি ইনিংস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Tejasvi Jaiswal: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝোড়ো ইনিংস খেলে সকলের নজর কাড়লেন অপর জয়সওয়াল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝোড়ো ইনিংস খেলে সকলের নজর কাড়লেন অপর জয়সওয়াল। ব্যাটিং স্টাইল দেখলে মনে হতেই পারে যশস্বী ব্যাট করছেন। কিন্তু তিনি যশস্বী নয়, জয়সওয়াল পরিবারের অপর সদস্য। যশস্বীর ভাই তেজস্বী জয়সওয়াল ঝোড়ো ইনিংস নজর কাড়লে সকলের।
প্রথম ইনিংসে ৬০ রানে প্রথম উইকেটের পকনের পর নেমে তেজস্বী জয়সওয়াল মাত্র ৩৭ বলে ৫১ রান করে ত্রিপুরার ইনিংস ভিত্তি দেন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও একটি বাউন্ডারি, যা দলের সর্বোচ্চ স্কোর। তার এই দারুণ পারফরম্যান্সে ত্রিপুরা ১৬৩/৬ রান তুলতে সক্ষম হয়। তবে ম্যাচের উত্তেজনা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি দলটি। উত্তরাখণ্ডের অধিনায়ক কুনাল চাণ্ডেলার ৩৭ বলে ৫১ এবং পরবর্তীতে জগদীশ সুচিতের ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে শেষ বলে চার উইকেটে জয় পায় উত্তরাখণ্ড।
advertisement
তেজস্বী ও যশস্বীর গল্পটি ক্রিকেটের বাইরেও অনেক বেশি আবেগঘন। একই স্বপ্ন নিয়ে দুই ভাই মুম্বইয়ে এসেছিলেন ক্রিকেটার হওয়ার লক্ষ্যে, কিন্তু পরিবারের আর্থিক সংকটে একসঙ্গে দু’জনের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে বড় ভাই তেজস্বী নিজের স্বপ্ন ছেড়ে দিল্লিতে চাকরি নেন এবং ছোট ভাই যশস্বীর সাফল্যের পথে আর্থিক সহায়তা করতে থাকেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs SA: চ্যাম্পিয়ন দল থেকে ৫ জন পেলেন সুযোগ! ভারতের টি-২০ দলে বড় চমক! জেনে নিন বিস্তারিত
পরবর্তীতে যশস্বী দেশের হয়ে সব ফরম্যাটে জায়গা করে নেওয়ার পর পরিবারের আর্থিক টানাপোড়েন কমে আসে। আর তখনই তেজস্বী আবার নিজের স্বপ্নে ফিরে আসেন। ত্রিপুরার হয়ে তার এই দুর্দান্ত প্রত্যাবর্তন শুধু একটি ইনিংস নয়, দুই ভাইয়ের ত্যাগ, ভালোবাসা এবং স্বপ্নপূরণের এক অনন্য দৃষ্টান্ত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 5:07 PM IST

