IND vs SA: চ্যাম্পিয়ন দল থেকে ৫ জন পেলেন সুযোগ! ভারতের টি-২০ দলে বড় চমক! জেনে নিন বিস্তারিত

Last Updated:
India vs South Africa T20 Series: টেস্ট সিরিজে পরাজয় ও ওডিআই সিরিজে জয়ের পর, এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০আই সিরিজে নামছে টিম ইন্ডিয়া।
1/9
টেস্ট সিরিজে পরাজয় ও ওডিআই সিরিজে জয়ের পর, এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০আই সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ৯ ডিসেম্বর কাটকে। পরবর্তী ম্যাচগুলো হবে মুল্লানপুর (১১ ডিসেম্বর), ধরমশালা (১৪ ডিসেম্বর), লখনউ (১৭ ডিসেম্বর) এবং শেষ ম্যাচ আহমেদাবাদে (১৯ ডিসেম্বর)।
টেস্ট সিরিজে পরাজয় ও ওডিআই সিরিজে জয়ের পর, এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০আই সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ৯ ডিসেম্বর কাটকে। পরবর্তী ম্যাচগুলো হবে মুল্লানপুর (১১ ডিসেম্বর), ধরমশালা (১৪ ডিসেম্বর), লখনউ (১৭ ডিসেম্বর) এবং শেষ ম্যাচ আহমেদাবাদে (১৯ ডিসেম্বর)।
advertisement
2/9
এই সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন টি২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব, যিনি এখনও পর্যন্ত একটিও টি২০আই সিরিজে হারের মুখ দেখেননি। তাঁর সহ-অধিনায়ক হিসেবে ফিরছেন শুবমান গিল। অন্যদিকে প্রোটিয়াদের দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
এই সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন টি২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব, যিনি এখনও পর্যন্ত একটিও টি২০আই সিরিজে হারের মুখ দেখেননি। তাঁর সহ-অধিনায়ক হিসেবে ফিরছেন শুবমান গিল। অন্যদিকে প্রোটিয়াদের দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
advertisement
3/9
বিসিসিআই ৩ ডিসেম্বর ঘোষণা করেছে ভারতের ১৫ সদস্যের টি২০আই দল। এবারের স্কোয়াডে দেখা গেছে বেশ কিছু বদল, আর তাতে জায়গা পেয়েছেন একাধিক টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটার। ভারতের ওডিআই দলের মাত্র পাঁচজন খেলোয়াড়কে রাখা হয়েছে টি-২০ সিরিজের দলে। অর্থাৎ, ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়েই টি২০ স্কোয়াড সাজিয়েছে নির্বাচকরা।
বিসিসিআই ৩ ডিসেম্বর ঘোষণা করেছে ভারতের ১৫ সদস্যের টি২০আই দল। এবারের স্কোয়াডে দেখা গেছে বেশ কিছু বদল, আর তাতে জায়গা পেয়েছেন একাধিক টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটার। ভারতের ওডিআই দলের মাত্র পাঁচজন খেলোয়াড়কে রাখা হয়েছে টি-২০ সিরিজের দলে। অর্থাৎ, ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়েই টি২০ স্কোয়াড সাজিয়েছে নির্বাচকরা।
advertisement
4/9
ওডিআই সিরিজে ২–১ ব্যবধানে ভারতকে জেতানো সত্ত্বেও কে.এল. রাহুলকে রাখা হয়নি টি২০ দলে। দেড় বছর ধরে তিনি টি২০ খেলেননি, শেষ ম্যাচটি ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল।
ওডিআই সিরিজে ২–১ ব্যবধানে ভারতকে জেতানো সত্ত্বেও কে.এল. রাহুলকে রাখা হয়নি টি২০ দলে। দেড় বছর ধরে তিনি টি২০ খেলেননি, শেষ ম্যাচটি ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল।
advertisement
5/9
তাঁর সঙ্গে বাদ পড়েছেন তৃতীয় ওডিআই-এ সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল, নতুন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, নির্ভরযোগ্য ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, এবং দুই উইকেটরক্ষক—ঋষভ পন্ত ও ধ্রুব জুরেল। অন্যদিকে, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা ইতোমধ্যেই ২০২৪ সালের জুনে টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
তাঁর সঙ্গে বাদ পড়েছেন তৃতীয় ওডিআই-এ সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল, নতুন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, নির্ভরযোগ্য ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, এবং দুই উইকেটরক্ষক—ঋষভ পন্ত ও ধ্রুব জুরেল। অন্যদিকে, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা ইতোমধ্যেই ২০২৪ সালের জুনে টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
advertisement
6/9
ঘাড়ের চোট কাটিয়ে শুভমান গিল আবার ফিরেছেন স্কোয়াডে। প্রায় এক বছর পর দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া। ওডিআই সিরিজে বিশ্রামে থাকা জসপ্রীত বুমরাহও ফিরেছেন টি২০আই স্কোয়াডে এবং নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে।
ঘাড়ের চোট কাটিয়ে শুভমান গিল আবার ফিরেছেন স্কোয়াডে। প্রায় এক বছর পর দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া। ওডিআই সিরিজে বিশ্রামে থাকা জসপ্রীত বুমরাহও ফিরেছেন টি২০আই স্কোয়াডে এবং নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে।
advertisement
7/9
এ ছাড়া ফিরেছেন শিবম দুবে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী—যারা সবাই টি২০ ফরম্যাটে ভারতের গুরুত্বপূর্ণ  ও নিয়মিত প্লেয়ার।
এ ছাড়া ফিরেছেন শিবম দুবে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী—যারা সবাই টি২০ ফরম্যাটে ভারতের গুরুত্বপূর্ণ ও নিয়মিত প্লেয়ার।
advertisement
8/9
তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং—এই পাঁচজন আগের সিরিজের মতোই জায়গা ধরে রেখেছেন দলে। সুন্দর ও কুলদীপ গত মাসে টেস্ট সিরিজেও খেলেছিলেন, যা তাঁদের ধারাবাহিকতারই প্রমাণ।
তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং—এই পাঁচজন আগের সিরিজের মতোই জায়গা ধরে রেখেছেন দলে। সুন্দর ও কুলদীপ গত মাসে টেস্ট সিরিজেও খেলেছিলেন, যা তাঁদের ধারাবাহিকতারই প্রমাণ।
advertisement
9/9
নতুন ও পুরনোদের সমন্বয়ে তৈরি ভারতীয় টি২০ দলটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নামছে নতুন উদ্যমে। সূর্যকুমারের অজেয় সিরিজ রেকর্ড বজায় থাকবে কি না, কিংবা দক্ষিণ আফ্রিকা “টেস্ট–টি২০ ডাবল” সম্পূর্ণ করতে পারবে কি না—সেটাই এখন দেখার বিষয়।
নতুন ও পুরনোদের সমন্বয়ে তৈরি ভারতীয় টি২০ দলটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নামছে নতুন উদ্যমে। সূর্যকুমারের অজেয় সিরিজ রেকর্ড বজায় থাকবে কি না, কিংবা দক্ষিণ আফ্রিকা “টেস্ট–টি২০ ডাবল” সম্পূর্ণ করতে পারবে কি না—সেটাই এখন দেখার বিষয়।
advertisement
advertisement
advertisement