IND vs SA: চ্যাম্পিয়ন দল থেকে ৫ জন পেলেন সুযোগ! ভারতের টি-২০ দলে বড় চমক! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs South Africa T20 Series: টেস্ট সিরিজে পরাজয় ও ওডিআই সিরিজে জয়ের পর, এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০আই সিরিজে নামছে টিম ইন্ডিয়া।
টেস্ট সিরিজে পরাজয় ও ওডিআই সিরিজে জয়ের পর, এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০আই সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ৯ ডিসেম্বর কাটকে। পরবর্তী ম্যাচগুলো হবে মুল্লানপুর (১১ ডিসেম্বর), ধরমশালা (১৪ ডিসেম্বর), লখনউ (১৭ ডিসেম্বর) এবং শেষ ম্যাচ আহমেদাবাদে (১৯ ডিসেম্বর)।
advertisement
advertisement
বিসিসিআই ৩ ডিসেম্বর ঘোষণা করেছে ভারতের ১৫ সদস্যের টি২০আই দল। এবারের স্কোয়াডে দেখা গেছে বেশ কিছু বদল, আর তাতে জায়গা পেয়েছেন একাধিক টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটার। ভারতের ওডিআই দলের মাত্র পাঁচজন খেলোয়াড়কে রাখা হয়েছে টি-২০ সিরিজের দলে। অর্থাৎ, ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়েই টি২০ স্কোয়াড সাজিয়েছে নির্বাচকরা।
advertisement
advertisement
তাঁর সঙ্গে বাদ পড়েছেন তৃতীয় ওডিআই-এ সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল, নতুন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, নির্ভরযোগ্য ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, এবং দুই উইকেটরক্ষক—ঋষভ পন্ত ও ধ্রুব জুরেল। অন্যদিকে, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা ইতোমধ্যেই ২০২৪ সালের জুনে টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
