সব আন্দোলন কি শেষ? রেলের চাকরিতে যোগ দিলেন পদকজয়ী কুস্তিগীর, দিলেন উত্তর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sakshi Malik: কুস্তি-কর্তার গ্রেফতারের দাবিতে আন্দোলন কি শেষ? রেলে যোগ দিয়ে কী বললেন কুস্তিগীর!
কলকাতা: অলিম্পিকে স্বর্ণপদক জয়ী সাক্ষী মালিক, যিনি ভারতের রেসলিং ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ করছেন, সোমবার (০৫ জুন) আন্দোলন প্রত্যাহার করার খবর অস্বীকার করেছেন।
এর আগে দিল্লিতে রেলের অফিসেও দেখা গিয়েছিল সাক্ষী মালিককে। তার পর থেকেই বিভিন্ন গুঞ্জনে বাজার গরম হয়ে ওঠে। কুস্তিগীররা আন্দোলন ছেড়ে চাকরিতে যেতে শুরু করেছেন। এমনই খবর রটে যায়। সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে সাক্ষী বলেছেন, “এগুলি সব গুজব। আমরা আন্দোলন প্রত্যাহার করিনি। কিছু কাজ বাকি ছিল বলে দু-একদিনের জন্য অফিসে এসেছি। আমরা আমাদের কৌশল তৈরি করছি।
advertisement
আরও পড়ুন- কুস্তিগীর বনাম ব্রিজভূষণ মামলায় অ্যাকশন! গভীর রাতে বাড়িতে পুলিশ, তারপর…
রেলের অফিসে আসার বিষয়টি নিয়ে সাক্ষী বলেন, “আমার অনেক দায়িত্ব রয়েছে। ধর্নায় না না থাকলে আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ আমি একজন ওএসডি এবং আমি আমার অফিসে মুলতুবি থাকা কাজ ক্লিয়ার করতে এসেছি।
advertisement
এদিকে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকারী নাবালিকা মামলা প্রত্যাহার করেছেন। সেই প্রসঙ্গে সাক্ষী বলেন, “বিক্ষোভ সম্পর্কে মানুষের চোখে ভুল ধারণা তৈরি করতে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ওরা ভাবছে এতে আমাদের জনসমর্থন কমিয়ে দেবে। হতে পারে এটা একেবারেই ভুল, যতক্ষণ না আমরা ন্যায়বিচার না পাব, ততক্ষণ পর্যন্ত আমরা পিছিয়ে যাব না।
advertisement
আরও পড়ুন- কোহলির সামনে ব্র্যাডম্যানকে স্পর্শ করার সুযোগ! পারবেন নজির গড়তে বিরাট?
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সাক্ষী মালিক বলেন, “তার সঙ্গে স্বাভাবিক কথা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি। আসামিদের গ্রেফতারের জন্য আমাদের দাবি থাকবে। আমরা আমাদের নাম প্রত্যাহার করিনি। ভিনেশ আমি এবং বজরং পুনিয়া এই আন্দোলনে একসাথে আছি এবং থাকব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 1:53 PM IST