Virat Kohli: কোহলির সামনে ব্র্যাডম্যানকে স্পর্শ করার সুযোগ! পারবেন নজির গড়তে বিরাট?

Last Updated:
ব্র্যাডম্যানকে ছোঁয়ার সুযোগ কোহলির সামনে
ব্র্যাডম্যানকে ছোঁয়ার সুযোগ কোহলির সামনে
লন্ডন: মাঠে নামার আগেই একটা দুর্দান্ত সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। কিং কোহলি স্পর্শ করে ফেলতে পারেন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে ডনের দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এই নজির তৈরি করতে পারেন কিং। ব্যাট হাতে মাঠে নামলে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি।
একাধিক রেকর্ড তাঁর দখলে। আরও একটা রেকর্ডের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরি সংখ্যা ২৮। আর একটা সেঞ্চুরি করলেই স্পর্শ করবেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড। স্যার ডনের টেস্ট সেঞ্চুরি সংখ্যা ২৯টি। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো সেরা মঞ্চে স্যার ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করার দুর্দান্ত সুযোগ রয়েছে বর্তমান প্রজন্মের বিশ্বের সেরা ব্যাটারের সামনে।
advertisement
advertisement
তাঁর থেকে একটা সেঞ্চুরি বেশি করেছেন জো রুট ও স্যার ডন ব্র্যাডম্যান। টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক অবশ্য সচিন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে রয়েছে ৫১ টি টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জাক কালিস। তিনি করেছেন ৪৫টি টেস্ট সেঞ্চুরি। তিন নম্বর স্থানে রয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ৪১ টি।
advertisement
অবশ্য বিরাট এসব নিয়ে ভাবতে রাজি নন। তার সামনে একটাই লক্ষ্য ভারতকে ট্রফি দেওয়া। নিজে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন। এবার ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি সাফল্য পান কিনা সেটাই দেখার। তবে এটা বলা মিথ্যে হবে না যে বিরাট এবার নিজের সবকিছু দিতে মরিয়া থাকবেন চ্যাম্পিয়ন হতে।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: কোহলির সামনে ব্র্যাডম্যানকে স্পর্শ করার সুযোগ! পারবেন নজির গড়তে বিরাট?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement