Virat Kohli: কোহলির সামনে ব্র্যাডম্যানকে স্পর্শ করার সুযোগ! পারবেন নজির গড়তে বিরাট?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লন্ডন: মাঠে নামার আগেই একটা দুর্দান্ত সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। কিং কোহলি স্পর্শ করে ফেলতে পারেন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে ডনের দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এই নজির তৈরি করতে পারেন কিং। ব্যাট হাতে মাঠে নামলে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি।
একাধিক রেকর্ড তাঁর দখলে। আরও একটা রেকর্ডের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরি সংখ্যা ২৮। আর একটা সেঞ্চুরি করলেই স্পর্শ করবেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড। স্যার ডনের টেস্ট সেঞ্চুরি সংখ্যা ২৯টি। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো সেরা মঞ্চে স্যার ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করার দুর্দান্ত সুযোগ রয়েছে বর্তমান প্রজন্মের বিশ্বের সেরা ব্যাটারের সামনে।
advertisement
WTC Final 2023: Virat Kohli approaches enormous test records, eyes Don Bradman and Rahul Dravid’s feat in marquee clash#Cricket #INDvsAUS #WTCFinal2023 #ViratKohli #WTC23 #TestCricket #CricketTwitter https://t.co/pR2P6Lts1X
— Jagran English (@JagranEnglish) June 6, 2023
advertisement
তাঁর থেকে একটা সেঞ্চুরি বেশি করেছেন জো রুট ও স্যার ডন ব্র্যাডম্যান। টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক অবশ্য সচিন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে রয়েছে ৫১ টি টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জাক কালিস। তিনি করেছেন ৪৫টি টেস্ট সেঞ্চুরি। তিন নম্বর স্থানে রয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ৪১ টি।
advertisement
অবশ্য বিরাট এসব নিয়ে ভাবতে রাজি নন। তার সামনে একটাই লক্ষ্য ভারতকে ট্রফি দেওয়া। নিজে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন। এবার ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি সাফল্য পান কিনা সেটাই দেখার। তবে এটা বলা মিথ্যে হবে না যে বিরাট এবার নিজের সবকিছু দিতে মরিয়া থাকবেন চ্যাম্পিয়ন হতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 11:57 AM IST