WPL 2023: এক তরফা ম্যাচে বাজিমাত, মুম্বইকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করল দিল্লি

Last Updated:

WPL 2023: প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সকে দুরমুশ করল রাজধানীর দল। একই সঙ্গে পরপর দুটি ম্যাচ হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারাল হরমনপ্রীত কউরের দল।

মুম্বইকে হারিয়ে শীর্ষে দিল্লি
মুম্বইকে হারিয়ে শীর্ষে দিল্লি
মুম্বই: প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সকে দুরমুশ করল রাজধানীর দল। একই সঙ্গে পরপর দুটি ম্যাচ হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারাল হরমনপ্রীত কউরের দল। এদিন সিংহাসন দখলের লড়াইয়েক দিল্লির বিরুদ্ধে কোনও লড়াউ দিতে পারল না মুম্বই। ব্যাটে-বলে দুরন্ত পাররফর্ম করে ৯ উইকেটে ১১ ওভার বাকি থাককে সহজ জয় পেল মেগ ল্যানিংয়ের দল। একতরফা ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কোনও মতে ১০৯ রান করে মুম্বই। পুজা বস্ত্রকর ২৬, হরমনপ্রীত কউর ২৩, ইজি ওঙ্গ ২৩, অমনজিৎ কউর ১৯ রানের ইনিংস না খেললে ১০৯ রানও হত না মুম্বইয়ের। দিল্লির হয়ে এদিন ২টি করে উইকেট নেন মারিজ্যান কাপ, শিখা পাণ্ডে ও জেস জনাসন।
advertisement
১১০ রানের টার্গেট তাড়া করতে নেমে বিধ্বংসী শুরু করেন দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফাবি বর্মা। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা। ৪ ওভারের মধ্যেই অর্ধশতরানের পার্টবারশিপ পূরণ করে তারা। দলের ৫৬ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। ১৫ বলে ৩৩ করে আউট হন শেফালি বর্মা। এরপর অ্যালাই ক্যাপসে ও মেগ ল্যানিং বিদ্ধংসী ব্যাটিং জারি রাখেন। তারাও অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। শেষ পর্যন্ত ৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় দিল্লি। ক্যাপসে ৩৮ রানে ও ল্যানিং ৩২ রানে অপরাজিত থাকেন।
advertisement
advertisement
দিল্লি এই জয়ের ফলে ৭ ম্যাচে ৫ জয় ২ হার ১০ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে লিগ টেবিলের শীর্ষে উঠে এল। সমসংখ্যাক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে দ্বিতীয় স্থানে নেমে এল মুম্বই। ৭ ম্যাচে ৪ জয়, ৩ হার ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে ইউপি ওয়ারিয়র্স। এই তিন দলই প্লে অফে পৌছে গিয়েছে। প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আরসিবি ও গুজরাত। মুম্বই ও দিল্লির আরও একটি করে ম্যাচ বাকি রযেছে। সেই ম্যাচেই চূড়ান্ত জানা যাবে কোন দল লিগ শীর্ষে থেকে সরাসরি ফাইনালে পৌছবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: এক তরফা ম্যাচে বাজিমাত, মুম্বইকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করল দিল্লি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement