ফের ত্রাতা গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা, রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে প্লে অফে ইউপি

Last Updated:

গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা ম্যাচ উইনিং ইনিংস। রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে প্লে অফের টিকিট পাকা করে ফেলল ইউপি ওয়ারিয়র্স। একইসঙ্গে আরসিবির পর প্রতিযোগিতা থেকে বিদায় নিল গুজরাত।

মুম্বই: গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা ম্যাচ উইনিং ইনিংস। রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে প্লে অফের টিকিট পাকা করে ফেলল ইউপি ওয়ারিয়র্স। একইসঙ্গে আরসিবির পর প্রতিযোগিতা থেকে বিদায় নিল গুজরাত। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে গুজরাট জায়ান্টস। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রাব করেন অ্যাশলে গার্ডনার। এছাড়া ৫৭ রান করেন দয়ালান হেমলতা। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইউপি। সর্বোচ্চ ৭২ রান করেন গ্রেস হ্যারিস। এছাড়া ৫৭ রান করেন তাহিল ম্যাকগ্রা।
ইনিংসের শুরুটা ভালোই করেছিল দই গুজরাত জায়ান্টসের দুই ওপেনার সোফিয়া ডাঙ্কলে ও লওরা উলভার্ট। ঝড়ো ব্যাটিং করে ৪১ রানের পার্টনারশিপ করেন দুজনে। কিন্তু ৫০ রানের মধ্যে ৩ উইকেটে খুইয়ে বসে গুজরাত। সেখান থেক দলের ইনিংসের রাশ ধরেন দয়ালান হেমলতা ও অ্যাশলে গার্ডনার। মারকাটারি ব্যাটিং করেন দুই তারকা। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজন। নিজেক অর্ধশতরান পূরণ করার পর আউট হন দয়ালান হেমলতা। ১৪৩ রানে চতুর্থ উইকেট পড়ে। ৯৩ রানের পার্টনারশিপ করেন দুজন। ৩৩ বলে ৫৭ রান করে আউট হন দয়ালান হেমলতা।
advertisement
অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান অ্যাশলে গার্ডনার। ৩৯ বলে ৬০ রান করে আউট হন গার্ডনার। দুই সেট ব্যাটার সাজঘরে ফরেরা পর শেষ ২-৩ ওভারে খুব একটা বেশি রান করতে পারেনি গুজরাট জায়ান্টস। ৫ রান করে অশ্বনী কুমার। ৮ রান ও ১ রান করে অপরাজিত থাকেন সুষমা ভার্মা ও কিম গার্থ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে গুজরাত জায়ান্টস। ইউপি ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও পর্শভী চোপড়া।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেতে হয ইউপি ওয়ারিয়র্সের। দেবিকা বৈদ্য, অ্যালিসা হেলি, কিরণ নভগির কেউই বড় রান করতে পারেননি। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইউপি। সেখান দলের হাল ধরেন ই ফর্ম দুই ব্যাটার তাহিলা ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস। উইকেট বাঁচানোর পাশাপাশি দ্রুত গতিতে রানও তোলেন দুই তারকা ব্যাটার। অর্ধশতরানের পাার্টনারশিপ করেন গ্রেস হ্যারিস ও তাহিলা ম্যাকগ্রা। প্রতিযোগিতায় আরও একটি ৫০ রান করেন ম্যাকগ্রা। ৭৮ রানের পার্টনারশিপ করার পর ভাঙে জুটি। ১১৭ রানে চতুর্থ উইকেট পড়ে ইউপির। ৫৭ রান করে আউট হন তাহিলা ম্যাকগ্রা।
advertisement
অপরদিক, থেকে নিজের ইনিংস চালিয়ে যান গ্রেস হ্যারিস। দীপ্তি শর্মা তাকে বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ রান করেন দীপ্তি। নিজের অর্ধশতরানও পূরণ করেন গ্রেস হ্যারিস। তাকে কিছুটা সঙ্গ দেন সোফি এক্লেস্টোন। দলকে জয়ের দোরগোরায় নিয়ে যা দুজন। ১৭২ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ৭২ রান করে আউট হন হ্যারিস। টানটান পরিস্থিতিতে ১ রান করে রান আউট হন সিমরান শেইখ। শেষে দলকে জয় এনে দেন সোফি এক্লেস্টোন। ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচে জিতে নেয় ইউপি ওয়ারিয়র্স।
বাংলা খবর/ খবর/খেলা/
ফের ত্রাতা গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা, রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে প্লে অফে ইউপি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement