আইপিএলের আগে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে প্রথম অনুশীল, কেমন কাটল কেকেআরের

Last Updated:

KKR: সোমবার থেকে প্রথম অনুশীলন শুরু করে দিল ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে প্রথম অনুশীলন করল নাইটরা। যেই ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে।

কলকাতা: চোটের কারণে মরসুমের শুরু থেকে যে অধিনায়ক শ্রেয়স আইয়রকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। অর্ধেক মরসুম শ্রেয়সকে পাওয়া যাবে না বলেই এখনও পর্যন্ত সূত্রের খবর। যেই কারণে আইপিএল ২০২৩ শুরুর আগেই বড় ধাক্কা খেতে হয়েছে কেকেআরকে। এই পরিস্থিতিতে সোমবার থেকে প্রথম অনুশীলন শুরু করে দিল ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে প্রথম অনুশীলন করল নাইটরা। যেই ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে।
প্রথম অনুশীলনে যোগ দেওয়ার জন্য আগেই কলকাতায় চলে এসেছিলেন রিঙ্কু সিং, নীতিশ রানা, কুলবন্ত, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়াররা। প্রথম দিনের অনুশীলনে দলের সঙ্গে পরিচয় করার পাশাপশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এদিন মাঠে নামেমি কেকেআর। ইডেনের ইন্ডোরে অনুশীলন করেন ক্রিকেটাররা। ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় রিঙ্কু সিং, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়রদের। কোচের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় রিঙ্কু সিংকে। প্রথম দিন হালকার উপরেই অনুশীলন সারে কেকেআর ক্রিকেটাররা। ফুরফুরে মেজাজে পাওয়া গোটা দলকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শ্রেয়স আইয়রকে ছাড়া মরসুম শুরু করায় নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে কেকেআরকে। অধিনায়ক হওয়ার দৌড়ে এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে আন্দ্রে রাসেলের নাম। পয়লা এপ্রিল কেকেআরের প্রথম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ নাইটদের। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের আগে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে প্রথম অনুশীল, কেমন কাটল কেকেআরের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement