'চিকনি চামেলি' গানে উদ্দাম নাচ, গিটার হাতে গান, দিল্লির আসর একাই জমিয়ে রাখছেন জেমাইমা

Last Updated:

এর আগে ম্যাচ চলাকালীন মাঠেই ভাংরা করতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। এবার মাঠের বাইরেও নিজেই নেচে-গিয়ে আসর জমিয়ে দিলেন জেমাইমা রড্রিগেজ।

জেমাইমা রড্রিগেজ
জেমাইমা রড্রিগেজ
দিল্লি: নাচে-গানে আসর মাতিয়ে রাখতে জুড়ি নেই ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার জেমাইমি রড্রিগেজের। উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস দলের হয়েও একই ভূমিকায় দেখা যাচ্ছে জেমাইমাকে। এর আগে ম্যাচ চলাকালীন মাঠেই ভাংরা করতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। এবার মাঠের বাইরেও নিজেই নেচে-গিয়ে আসর জমিয়ে দিলেন জেমাইমা রড্রিগেজ। সঙ্গে নাচালেন ও গাওয়ালেন অন্যান্য ক্রিকেটারদের।
জেমাইমা রড্রিগেজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা গিয়েছে সন্ধ্যার পার্টি বা আড্ডা চলাকালীন দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের চলছে নাচ-গান। সেখানে বলিউড আইটেম সং চিকনি চামেলি-তে নাচতে দেখা যায় জেমাইমা রড্রিগেজ, রাধা যাদব, তারা নরিসদের। শুধু তাই নয় হোটেলের যারা কর্মী ছিলেন তাদেরও সঙ্গে নিয়ে নাচতে দেখা যায় ক্রিকেটারদের। যেই ভিডিও নেট দুনিয়ায় এখন ভাইরাল।
advertisement
advertisement
এছাড়া দিল্লি ক্যাপিটালস দলের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে দিল্লি দলের অ্যান্থেম সং গাইছেন জেমাইমা রড্রিগেজ। একইসঙ্গে দলের বিদেশী ক্রিকেটারদের সেই গান শিখিয়ে দেন জেমাইমা। গিটার হাতে জেমাইমার গান গাওয়ার মিষ্টি ভিডিও সকলেই খুব পছন্দ করেছেন।
advertisement
আরও পড়ুনঃ FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপ কি দখলে রাখতে পারবে আর্জেন্টিনা, মেসির দেশকে জিততে হবে একটি বেশি ম্যাচ
প্রসঙ্গত, উইমেন্স প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালস। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ বাদে সব ম্যাচ জিতেছে তারা। ৫টি ম্যাচের মধ্যে ৪টি-তে জয় পেয়েছে দিল্লি। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে জেমাইমারা। আর একটি ম্যাচ জিততে পারলেই প্লে অফের টিকিট কার্যত নিশ্চিৎ হয়ে যাবে দিল্লি ক্যাপিটালসের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'চিকনি চামেলি' গানে উদ্দাম নাচ, গিটার হাতে গান, দিল্লির আসর একাই জমিয়ে রাখছেন জেমাইমা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement