WPL 2023: ম্যাচ জিতিয়েও বাদ গ্রেস হ্যারিস, দিল্লির বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইউপি-র

Last Updated:

WPL 2023: আজ উইমেন্স প্রিমিয়ার লিগের আরও একটি সুপার ফাইট। মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইউপি অধিনায়ক অ্যালিসা হেলি।

উইমেন্স প্রিমিয়ার লিগ
উইমেন্স প্রিমিয়ার লিগ
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। দুই দলই তাদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে, গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে কার্যত হারা ম্যাচে ছিনিয়ে নিয়েছে ইউপি। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দুই দলের জোর টক্কর হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এদিনের ম্যাচ অস্ট্রেলিয়ার জাতীয় দলের দুই সতীর্থেরও লড়াই। একদিকে দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং, অপরদিকে ইউপির দায়িত্বে অ্যালিসা হেলি। এদিন টস ভাগ্য কিন্তু সাথ দিয়েছে ইউপি ওয়ারিয়র্সের়। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যালিসা হেলি। রাতের খেলায় দ্বিতীয় ব্যাটিং করে শিশির সমস্যার সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত ইউপি অধিনায়কের। আগের ম্যাচেও রান তাড়া করে জিতেছিল তারা।
advertisement
তবে এদিনের ম্যাচে একটি বড় পরিবর্তন করেছে ইউপি। গ্রেস হ্যারিস যিনি গুজরাটের বিরুদ্ধে ম্যাচ উইনিং পারফর্ম করেছিল তাকে বাইরে রাখা হয়েছে। একটি অতিরিক্ত পেস বোলার খেলনোর জন্য দলে এসেছেন শবনিম ইসমাইল। অপরদিকে টস হারলেও আত্মবিশ্বাসী দিল্লি দল। প্রথম ম্যাচেও আগে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রেখেছিল দিল্লি। এদিনও বড় রান করার লক্ষ্য নিয়েই নামছে শেফালি ভার্মা, মেগ ল্যানিংরা।
advertisement
advertisement
দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস।
ইউপি ওয়ারিয়র্সের একাদশ: অ্যালিসা হেলি, শ্বেতা শেরাওয়াত, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, সিমরান শেইখ, কিরণ নাভগির, দেবিকা বৈদ্য, সোফি এক্লিস্টোন, শবনিম ইসমাইল, রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলি শর্বানি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: ম্যাচ জিতিয়েও বাদ গ্রেস হ্যারিস, দিল্লির বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইউপি-র
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement