দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। রঙের উৎসবে মেতেছে উইমেন্স প্রিমিয়ার লিগের অন্যতম তারকাখোচিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
2/ 7
রং খেলার একাধিক ছবি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে উৎসবের আমেজে পাওয়া গেছে গোটা দলকে।
3/ 7
ছবিতে আরসিবির অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অলিস পেরি থেকে মেগা স্কাট সকলকেই রঙিন হয়ে রঙের উৎসব পালন করতে দেখা যায়।
4/ 7
উইমেন্স প্রিমিয়াক লিগের সৌজন্যে ভারতীয়র সংস্কৃতির এমন এক উৎসবে অংশ নিতে পেরে খুশি বিদেশী ক্রিকেটাররা। নাচে-গানে মেতে ওঠেন সকলে।
5/ 7
দলের অধিনায়ক স্মৃতি মন্ধনাকেও দেখা যায় পুরো রঙিন অবস্থায়। সকলের সঙ্গে মিলে মিশে স্মৃতি মন্ধনাও সেলিব্রেট করেন এই বিশেষ দিনটি।
6/ 7
এই ছবিতে দুই ভারতীয় দলের তারকা ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় হেদার নাইটকে। ইংল্যান্ড ক্রিকেটারও এমন অভিজ্ঞতা সাক্ষী থাকতে পেরে খুশি।
7/ 7
প্রতিযোগিতায় পরপর দুটি ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে আরসিবি। তবে সেই চাপ ভুলে একটা দিন গোটা সকলে একসঙ্গে উপভোগ করলেন। দলের ঘুড়ে দাঁড়ানো বিষয় আত্মবিশ্বাসী স্মৃতি।
Holi 2023: রঙের উৎসবে মাতল আরসিবির মহিলা দল, রঙিন মেজাজে ধরা দিলেন স্মৃতি-শেফালি-পেরিরা
প্রতিযোগিতায় পরপর দুটি ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে আরসিবি। তবে সেই চাপ ভুলে একটা দিন গোটা সকলে একসঙ্গে উপভোগ করলেন। দলের ঘুড়ে দাঁড়ানো বিষয় আত্মবিশ্বাসী স্মৃতি।