উল্টোদিকে দৌড়ে ক্যাচ, এটাই বিশ্বকাপের সেরা! গোটা স্টেডিয়াম চুপ করে গেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
World Cup 2023 Final: ফাইনালে আজ ভারত জিতছেই। টসেই লুকিয়ে ছিল বড় রহস্য!
আহমেদাবাদ: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় ছিলেন প্রতিটি ক্রিকেট ভক্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের এই ম্যাচে প্রতিশোধ নেওয়ার সুযোগ।
২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। টিম ইন্ডিয়ার অধিনায়ক নিজের স্টাইলে ইনিংস শুরু করলেও অস্ট্রেলিয়ান প্লেয়ারের ক্যাচ ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে দেয়।
এমন একটি ক্যাচ ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় অধিনায়ক কপিল দেব নিয়েছিলেন। এদিন অজি অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন।
advertisement
আরও পড়ুন- আজ বিশ্বকাপ জিতছে ভারত! শুরুতেই শুভ সঙ্কেত, টসেই ছিল বড় রহস্য
শুভমান গিল তাড়াতাড়ি আউট হয়ে গেলেও অধিনায়ক রোহিত শর্মা নিজের স্টাইলে ঝোড়ো ইনিংস খেলতে থাকেন। চার ও ছক্কা হাঁকাতে থাকেন তিনি। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে ট্র্যাভিস হেডের হাতে ধরা পড়েন রোহিত। তখন পুরো স্টেডিয়ামে নীরবতা নেমে আসে।
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে রোহিত শর্মা ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কার সাহায্যে ৪৭ রানের ইনিংস খেলেন। ভারতীয় অধিনায়ক পঞ্চাশের দিকে এগোচ্ছিলেন, তখনই গ্লেন ম্যাক্সওয়েলের বলে বড় শট মারার চেষ্টা করেন। বলটি হাওয়ায় উঠে যায়।
ট্র্যাভিস হেডের থেকে বল অনেক দূরে ছিল। অস্ট্রেলিয়ান ওপেনার ১৯৮৩ সালে কপিল দেবের মতো পিছনের দিকে দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন।
advertisement
What A CATCH.
Travis Head takes a STUNNER.#ICCWorldCupFinal #INDvsAUSfinal #CWC2023Final #CWC23 pic.twitter.com/SgFzT8pgZh
— Hassan Siddiqui (@HassanDude77) November 19, 2023
আরও পড়ুন- শামির জন্য আবার এক সুন্দরী মডেল পাগল! বাংলার পেসার এখন ‘লেডি কিলার’!
এই বিশ্বকাপে পঞ্চমবারের মতো রোহিত শর্মা ভাল শুরুর পরও হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হলেন। এর আগে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ৪৮ রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৭ রান করেন। এবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ রান করে ফেরেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 7:27 PM IST