আজ বিশ্বকাপ জিতছে ভারত! শুরুতেই শুভ সঙ্কেত, টসেই ছিল বড় রহস্য

Last Updated:

World Cup Final 2023: বিশ্বকাপ জিতছে ভারত! টসেই লুকিয়ে ছিল বড় ঘটনা।

আহমেদাবাদ: ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস হেরেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন।
বিশ্বকাপ ফাইনাল ম্যাচে টস হেরে যাওয়া ভারতীয় সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় নয়। বরং এটি টিম ইন্ডিয়ার জন্য একটি খুব শুভ লক্ষণ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা টস হেরে গেলেও তা টিম ইন্ডিয়ার জন্য খুবই শুভ লক্ষণ। বিশ্বকাপ ট্রফি জিততে পারে টিম ইন্ডিয়া!
advertisement
আরও পড়ুন- শামির স্বপ্নপূরণ হল না! বিশ্বকাপ ফাইনালে মা এলেন না, নিয়ে যেতে হল হাসপাতালে
এর আগে ভারতীয় দল ১৯৮৩ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। ১৯৮৩ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া এর আগে টস হেরেছিল। মজার ব্যাপার হল, এই দুইবারই ভারত বিশ্বকাপের ট্রফি জিতেছে।
advertisement
১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতীয় দল সেবার ১৮৩ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন- ২০১১ বিশ্বকাপ ফাইনালে কত রান করেছিলেন কোহলি? মনে আছে? বলুন তো দেখি
কপিল দেবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়েছিল। লর্ডসে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া। এমনকী, ২০১১ বিশ্বকাপের ফাইনালেও টস হেরে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া ট্রফি তুলেছিল।
advertisement
1983 WC ফাইনাল – টস হারে ভারত, ট্রফি জেতে।
2003 WC ফাইনাল – টস জেতে ভারত, ট্রফি হারে।
2011 WC ফাইনাল – টস হারে ভারতীয় দল, ট্রফি জেতে।
2023 WC ফাইনাল – টস হেরেছে ভারত…
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আজ বিশ্বকাপ জিতছে ভারত! শুরুতেই শুভ সঙ্কেত, টসেই ছিল বড় রহস্য
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement