WC 2023 Final Mohammed Shami: শামির স্বপ্নপূরণ হল না! বিশ্বকাপ ফাইনালে মা এলেন না, নিয়ে যেতে হল হাসপাতালে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
WC 2023 Final Mohammed Shami: ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে মহম্মদ শামির পরিবার থেকে এল এক চরম দুঃসংবাদ।
আহমেদাবাদ: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের মহারণ চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। কিন্তু, ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে মহম্মদ শামির পরিবার থেকে এল এক চরম দুঃসংবাদ। সকালেই খবর পাওয়া গিয়েছিল এদিন আহমেদাবাদে খেলা দেখতে যাবেন শামির মা-সহ গোটা পরিবার।
নিউজ ১৮-এর আমরোহা ব্যুরো সূত্রে খবর, শামির মায়ের সঙ্গে দু’দিন আগেই কথা বললে তিনি জানিয়েছেন কয়েকদিন ধরে তিনি অসুস্থ। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে যাওয়ার মতো শারীরিক পরিস্থিতি নেই তাঁর। যদিও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা তা জানা যায়নি। এদিন সকালেই তাঁর রুটিং চেক-আপের জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়।
advertisement
#WATCH | Amroha, UP: Ahead of the ICC Cricket World final match, Cricketer Mohammed Shami’s mother Anjum Ara says, “He is making the country proud. May the almighty make him successful so that he can bring the World Cup home…” pic.twitter.com/p4PwhFfmkU
— ANI (@ANI) November 19, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা
শামির ছোট ভাই মহম্মদ কাইফ বাংলা দলের সদস্য। আপাতত তিনি মুম্বইতে রয়েছেন। তিনি মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু জানাতে পারেননি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে না পারার কারণে ছেলে মহম্মদ শামিকে শুভেচ্ছা জানিয়েছেন মা অঞ্জুম আরা। এএনআই-কে তিনি জানিয়েছেন, ‘দেশকে ও গর্বিত করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ওয়ার্ল্ড কাপ জিততে পারে’।
advertisement
২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য, অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 4:29 PM IST