IND vs AUS ICC World Cup 2023: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা

Last Updated:

IND vs AUS ICC World Cup 2023 Final: ভারতীয় ক্রিকেট দলকে কাপ জয়ের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদি ও মমতা (ফাইল ছবি)
মোদি ও মমতা (ফাইল ছবি)
নয়াদিল্লি: রবিবার সারা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে সারা ভারতবর্ষে উন্মাদনা তুঙ্গে। ভারতীয় ক্রিকেট দলকে কাপ জয়ের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। ১৪০ কোটি দেশবাসী আপনাদের জন্য গলা ফাটাচ্ছেন। খেলোয়াড় সুলভ মন বজায় রেখে উজ্জ্বলতম খেলা খেলুন।’ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্বকাপের মহারণে ঐতিহাসিক জয় পাক টিম ইন্ডিয়া। গোটা দেশ আশায় বসে রয়েছে। আমাদের গর্বিত করুন, দারুণ উজ্জ্বল হোক সব’।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: অনিদ্রা থেকে বুকে বসা কফের কষ্ট, অনাদরের এই ফুল প্রাণে বাঁচাবে আপনাকে! জানুন
২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য, অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।
advertisement
২০১১-র পর ২০২৩। ১০ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। একদিকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। অপরদিকে, ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারতে হয়েছিল ভারতকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রোহিত শর্মার সামনে। টানা ১০টি ম্যাচ জয়, ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল, ব্যাটিং-বোলিং বিভাগের দুরন্ত ফর্ম, সবকিছু মিলিয়ে ফেভারিট টিম ইন্ডিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IND vs AUS ICC World Cup 2023: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement