IND vs AUS ICC World Cup 2023: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
IND vs AUS ICC World Cup 2023 Final: ভারতীয় ক্রিকেট দলকে কাপ জয়ের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নয়াদিল্লি: রবিবার সারা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে সারা ভারতবর্ষে উন্মাদনা তুঙ্গে। ভারতীয় ক্রিকেট দলকে কাপ জয়ের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। ১৪০ কোটি দেশবাসী আপনাদের জন্য গলা ফাটাচ্ছেন। খেলোয়াড় সুলভ মন বজায় রেখে উজ্জ্বলতম খেলা খেলুন।’ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্বকাপের মহারণে ঐতিহাসিক জয় পাক টিম ইন্ডিয়া। গোটা দেশ আশায় বসে রয়েছে। আমাদের গর্বিত করুন, দারুণ উজ্জ্বল হোক সব’।
All the best Team India!
140 crore Indians are cheering for you.
May you shine bright, play well and uphold the spirit of sportsmanship. https://t.co/NfQDT5ygxk
— Narendra Modi (@narendramodi) November 19, 2023
advertisement
advertisement
Best wishes and good luck prayers for Team India on a great historic occasion and on the eve of a most dramatic battle of cricket in the world arena!! The entire nation awaits your march and triumph, your command and ascent to pinnacle!!
Make us proud, players, make us glorious…
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2023
advertisement
আরও পড়ুন: অনিদ্রা থেকে বুকে বসা কফের কষ্ট, অনাদরের এই ফুল প্রাণে বাঁচাবে আপনাকে! জানুন
২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য, অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।
advertisement
২০১১-র পর ২০২৩। ১০ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। একদিকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। অপরদিকে, ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারতে হয়েছিল ভারতকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রোহিত শর্মার সামনে। টানা ১০টি ম্যাচ জয়, ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল, ব্যাটিং-বোলিং বিভাগের দুরন্ত ফর্ম, সবকিছু মিলিয়ে ফেভারিট টিম ইন্ডিয়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 2:42 PM IST