Health Tips for Insomnia: অনিদ্রা থেকে বুকে বসা কফের কষ্ট, অনাদরের এই ফুল প্রাণে বাঁচাবে আপনাকে! জানুন

Last Updated:
Health Tips for Insomnia: কলম ও শিকড় থেকে চারা গাছে হয় চাষ। বেল ফুলকে অনেকে বলেন বনমল্লিকা।
1/6
শুধু ঠাকুরের পুজোয় লাগে না এই সুগন্ধী ফুল, সারাতে পারে সর্দি-কাশি, পেটের রোগ থেকে অনিদ্রার সমস্যা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
শুধু ঠাকুরের পুজোয় লাগে না এই সুগন্ধী ফুল, সারাতে পারে সর্দি-কাশি, পেটের রোগ থেকে অনিদ্রার সমস্যা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/6
বেল ফুল গ্রীস্ম ও বর্ষায় ফোটে কয়েকটি থোকায়। ফুলের আকার ও গঠন অনুসারে কয়েকটি প্রকারভেদ আছে এই ফুলের।
বেল ফুল গ্রীস্ম ও বর্ষায় ফোটে কয়েকটি থোকায়। ফুলের আকার ও গঠন অনুসারে কয়েকটি প্রকারভেদ আছে এই ফুলের।
advertisement
3/6
কলম ও শিকড় থেকে চারা গাছে হয় চাষ। বেল ফুলকে অনেকে বলেন বনমল্লিকা, জুঁই আবার অনেকে একে বেলি ফুল বলে থাকেন। এই বেল ফুল থেকে বহু রোগের সমাধান হয়।
কলম ও শিকড় থেকে চারা গাছে হয় চাষ। বেল ফুলকে অনেকে বলেন বনমল্লিকা, জুঁই আবার অনেকে একে বেলি ফুল বলে থাকেন। এই বেল ফুল থেকে বহু রোগের সমাধান হয়।
advertisement
4/6
বেল ফুলের মূল ও ছোট পাতা থেঁতো করে সিদ্ধ করে খেলে বুকে বসে যাওয়া সর্দি ভাল হয়, শ্বাসকষ্ট রোধেও কার্যকর হয়।
বেল ফুলের মূল ও ছোট পাতা থেঁতো করে সিদ্ধ করে খেলে বুকে বসে যাওয়া সর্দি ভাল হয়, শ্বাসকষ্ট রোধেও কার্যকর হয়।
advertisement
5/6
পেটের কৃমি দমনের জন্য বেল ফুলের রস গরম জলের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়।
পেটের কৃমি দমনের জন্য বেল ফুলের রস গরম জলের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়।
advertisement
6/6
বেল পাতার মূলের রস চাল ধোয়া জল ও চিনি মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়।
বেল পাতার মূলের রস চাল ধোয়া জল ও চিনি মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়।
advertisement
advertisement
advertisement