শামির জন্য আবার এক সুন্দরী মডেল পাগল! বাংলার পেসার এখন 'লেডি কিলার'!

Last Updated:

wazhma ayoubi: আবার এক সুন্দরী শামির জন্য পাগল! বাংলার পেসার করছেন কী!

আহমেদাবাদ: সময় ভাল যাচ্ছে মহম্মদ শামির! না হলে একের পর এক সুন্দরী মহিলা কি তাঁর জন্য এমন পাগল হয়!
সুন্দরী অভিনেত্রী পায়েল ঘোষ এর আগে শামিকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করেছিলেন। চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন শামি। কখনও পাঁচ ওভার, কোনও ম্যাচে আবার সাত উইকেট নিয়েছেন তিনি। সারা দেশ এখন তাঁর নাম জপ করছে।
স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের জটিলতা গত কয়েক বছরে আরও বেড়েছে শামির। ২০১৮ থেকে তাঁরা আলাদা থাকেন। তবে শামিকে এখনও ইঙ্গিত করে পোস্ট করেন হাসিন। সম্প্রতি শামিকে নিয়ে মুখও খুলেছেন হাসিন। তিনি বলেছেন, শামি যেমন ভাল ক্রিকেটার, তেমন ভাল স্বামী বা বাব নন।
advertisement
advertisement
আরও পড়ুন- ভারতের সাফল্য কামনায় যজ্ঞ-পুজোর আয়োজন! বিরাটকে জার্সি পরিয়ে উন্মাদনা সমর্থকদের
হাসিনের ব্যাপারে অবশ্য তেমন কোনও মন্তব্য কখনওই করেন না শামি। যদিও সোশ্যাল মিডিয়া শামির এই দুর্দান্ত পারফর্ম-এর পিছনে তাঁর কঠিন সময়ের উল্লেখ করছে। হাসিনের সঙ্গে বিবাদের জেরেই শামি যেন আরও জেদি হয়েছেন!
অভিনেত্রী পায়েল ঘোষ অবশ্য শামিকে আচমকাই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি পরে জানান, নেহাত মজা করেই তিনি এমনটা বলেছিলেন। আর হাসিন এই ব্যাপারে বলেছিলেন, শামি সেলেব্রিটি। সেলেব্রিটিদের সঙ্গে এমনটা হয়েই থাকে।
advertisement
এবার আফগান সুন্দরী ওয়াজমা আয়ুবি বাংলার পেসারে মুগ্ধ হয়েছেন। এই ওয়াজমা কোহলির অন্ধ ভক্ত। তাঁকে দেখা গিয়েছিল কোহলির ১৮ নম্বর জার্সি পরে। সেই জার্সিতে বিরাট কোহলির সই করা ছিল।
আরও পড়ুন- মোট ৮৩ কোটি টাকা! ভারত বিশ্বকাপ জিতলে কত পাবে? টাকার বৃষ্টি হবে আজ
এবার শামির সাত উইকেটের পারফরম্যান্স দেখে ওয়াজমা লিখেছেন, ওহ মাই গড। সাতটা উইকেট! অসাধারণ ক্রিকেটার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শামির জন্য আবার এক সুন্দরী মডেল পাগল! বাংলার পেসার এখন 'লেডি কিলার'!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement