Women's World Cup 2022: ওয়েস্টইন্ডিজকে দুরমুশ করে বিশ্বকাপের ফাইনাল অস্ট্রেলিয়ান মেয়েরা

Last Updated:

Women's World Cup 2022: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে তারা জিতল ১৫৭ রানে৷

women's world cup 2022- Photo Courtesy- ICC/Twitter
women's world cup 2022- Photo Courtesy- ICC/Twitter
#নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিউজিল্যান্ডে চলা মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল৷ অস্ট্রেলিয়া বুধবার প্রথম সেমিফাইনালে জিতে পৌঁছল এবারের মহিলা বিশ্বকাপের ফাইনালে৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে তারা জিতল ১৫৭ রানে৷ এই টুর্নামেন্টে এটা অস্ট্রেলিয়ার অষ্টম জিত৷ টিম লিগ স্টেজে নিজের সাতটি ম্যাচই জিতেছিল৷ ওয়েস্টইন্ডিজ এই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল৷ বৃষ্টির কারণে ম্যাচ ৪৫ ওভার করে খেলা হয়৷
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৫ রান করে৷ অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হিলি সবচেয়ে বেশি ১০৭ বলে ১২৯ রান করেন৷ এছাড়া রেচেল হেন্স ১০০ বলে ৮৫ রান করেন৷ দুজনের মধ্যে প্রথম উইকেটে ২১৬ রানের পার্টনারশিপ হয়৷ শেষ ওভারে বেথ মুনি ৩১ বলে ৪৩ রান করে দলের রান ৩০০ পার করে দেন৷
advertisement
advertisement
ওয়েস্টইন্ডিজ ৪৫ ওভারে ৩০৬ রানে টার্গেট হয়৷ এই বিশাল রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান দল ৩৭ ওভারে ১৪৮ রানে শেষ হয়ে যায়৷ অধিনায়ক স্টেফনি টেলর ৪৮ রান ছেড়ে দিলে কোনও ক্রিকেটারই উইকেটে টিকতে পারেননি৷ ক্যারিবিয়ান দলের ৬ জন ক্রিকেটার ২ অঙ্কের রান টপকাতে পারেনি৷ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জোনাসেন সবচেয়ে বেশি ২ উইকেট নেন৷ মেগ ল্যানিংয়ের অধিনায়ক রেকর্ড অসাধারণ৷ তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ৭৪ টি ম্যাচ খেলেছে তার মধ্যে ৬৫ টি জিতেছে৷ মাত্র ৮ টি ম্যাচ হেরেছে আর একটি ম্যাচ টাই হয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Women's World Cup 2022: ওয়েস্টইন্ডিজকে দুরমুশ করে বিশ্বকাপের ফাইনাল অস্ট্রেলিয়ান মেয়েরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement