IPL 2022: আজ আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর, পয়েন্ট টেবলে কে কোথায় দাঁড়িয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল ২০২২ পয়েন্ট টেবলে দাপট কাদের, কারাই বা এগিয়ে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে...
#মুম্বই: আইপিএল ২০২২ (IPL 2022) শুরু হয়ে গেছে ধামাকাদার স্টাইলে৷ ১০ দলের টক্করের লড়াইতে ব্যাটে-বলে পারফরম্যান্সের পাশাপাশি দেখা যাচ্ছে নিত্য নতুন প্রতিভাকে৷ ক্রিকেটের ভরপুর আনন্দ নিচ্ছেন ক্রিকেট ফ্যানরা৷ এখনও অবধি পাঁচটি ম্যাচ খেলা হয়েছে অর্থাৎ দশটি দলই নিজেদের প্রথম ম্যাচ খেলে নিয়েছে৷ আজ রাতে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB)৷ তার আগে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবলে (IPL Point Table) কোন দল কোথায় রয়েছে৷
মঙ্গলবার রাতে আইপিএল ২০২২ -র (IPL 2022) রাতে লড়াইতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (SRH vs RR)৷ এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৬১ রানে হেরে গেছে৷ রাজস্থান প্রথমে ব্যাট করে ২১০ রান করেছিল৷ জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ দল (Sunrisers Hyderabad) ১৪৯ রানই করতে পারে৷ রাজস্থানের এই জয় থেকে বড় ফায়দা হয়৷ এই ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন হায়দরাবাদের বিরুদ্ধে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন৷ তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন৷
advertisement
advertisement
আইপিএল ২০২২ পয়েন্ট টেবল অনুযায়ি পাঁচটি দল একটি করে ম্যাচ জিতেছে আর পাঁচটি দল নিজেদের প্রথম ম্যাচ হেরেছে৷ ফলে প্রথম পাঁচটি জয়ী দলের সকলেরই পয়েন্ট ২ করে কিন্তু রানরেটের ভিত্তিতে এক থেকে পাঁচ অবধি দাঁড়িয়েছে৷ +3.050 রানরেটে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স (+0.914) দ্বিতীয় স্থানে রয়েছে, পঞ্জাব কিংস (+0.697) তিন নম্বরে, কলকাতা নাইট রাইডার্স (+0.639) চতুর্থ স্থানে, গুজরাত টাইটান্স (+0.286) পাঁচ নম্বরে রয়েছে৷ জয়ের কারণে সমস্ত দল নিজেদের তালিকায় জায়গা করে নিয়েছে৷
advertisement
আরও পড়ুন - Sara Tendulkar Gossip: গাড়িতে বাজছে হৃতিক রোশনের ‘না তুম জানো না হাম’ কার সঙ্গে লং ড্রাইভে সুন্দরী সারা
সানরাইজার্স হায়দরাবাদ সবচেয়ে নিচে রয়েছে
পয়েন্ট টেবল দেখলে কেএল রাহুলের অধিনায়কত্বে লখনউ সুপার জায়ন্টস (-0.286) ৬ নম্বরে রয়েছে৷ এমএস ধোনি -র সিএসকে (-0.639) সপ্তম স্থানে, বিরাট কোহলির আরসিবি (-0.697) পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে, মুম্বই ইন্ডিয়ান্স (-0.914) নবম স্থানে এবং সানরাইজার্স হায়দরাবাদ (-3.050) সবচেয়ে নিচে ১০ নম্বর স্থানে রয়েছে৷ এই সমস্ত পাঁচটি দল প্রথম জয়ের খোঁজে রয়েছে৷ ৩০ মার্চ আরসিবি বনাম কেকেআর (RCB vs KKR) ম্যাচ৷
advertisement
অরেঞ্জ ক্যাপে (Orange Cap) ফ্যাফ ডু প্লেসিস (Faf Du Plessis) এখনও অবধি রানের নিরিখে এক নম্বরে রয়েছে৷ তাঁর রান ৮৮৷ মুম্বই ইন্ডিয়ান্সে ঈশান কিষান ৮১ রান করে দু নম্বরে রয়েছেন, তিন নম্বরে ৫৭ রান করে রয়েছেন এডেন মার্করম৷
পার্পল ক্যাপে (Purple Cap) এখনও অবধি ৫ জন বোলার ৩ টি করে উইকেট নিয়েছেন৷ কুলদীপ যাদব, ডয়েন ব্র্যাভো, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, বাসিল থাম্পি রয়েছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 12:10 PM IST