IPL 2022: আজ আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর, পয়েন্ট টেবলে কে কোথায় দাঁড়িয়ে

Last Updated:

আইপিএল ২০২২ পয়েন্ট টেবলে দাপট কাদের, কারাই বা এগিয়ে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে...

ipl 2022: points table - Photo- File
ipl 2022: points table - Photo- File
#মুম্বই: আইপিএল ২০২২  (IPL 2022) শুরু হয়ে গেছে ধামাকাদার স্টাইলে৷ ১০ দলের টক্করের লড়াইতে ব্যাটে-বলে পারফরম্যান্সের পাশাপাশি দেখা যাচ্ছে নিত্য নতুন প্রতিভাকে৷ ক্রিকেটের ভরপুর আনন্দ নিচ্ছেন ক্রিকেট ফ্যানরা৷ এখনও অবধি পাঁচটি ম্যাচ খেলা হয়েছে অর্থাৎ  দশটি দলই নিজেদের প্রথম ম্যাচ খেলে নিয়েছে৷ আজ রাতে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB)৷ তার আগে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবলে (IPL Point Table) কোন দল কোথায় রয়েছে৷
মঙ্গলবার রাতে আইপিএল ২০২২ -র  (IPL 2022)  রাতে লড়াইতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (SRH vs RR)৷ এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৬১ রানে হেরে গেছে৷ রাজস্থান প্রথমে ব্যাট করে ২১০ রান করেছিল৷ জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ দল  (Sunrisers Hyderabad) ১৪৯ রানই করতে পারে৷ রাজস্থানের এই জয় থেকে বড় ফায়দা হয়৷ এই ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন হায়দরাবাদের বিরুদ্ধে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন৷ তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন৷
advertisement
advertisement
আইপিএল ২০২২ পয়েন্ট টেবল অনুযায়ি পাঁচটি দল একটি করে ম্যাচ জিতেছে আর পাঁচটি দল নিজেদের প্রথম ম্যাচ হেরেছে৷ ফলে প্রথম পাঁচটি জয়ী দলের সকলেরই পয়েন্ট ২ করে কিন্তু রানরেটের ভিত্তিতে এক থেকে পাঁচ অবধি দাঁড়িয়েছে৷  +3.050  রানরেটে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স  (+0.914) দ্বিতীয় স্থানে রয়েছে, পঞ্জাব কিংস (+0.697) তিন নম্বরে, কলকাতা নাইট রাইডার্স (+0.639) চতুর্থ স্থানে, গুজরাত টাইটান্স  (+0.286) পাঁচ নম্বরে রয়েছে৷ জয়ের কারণে সমস্ত দল নিজেদের তালিকায় জায়গা করে নিয়েছে৷
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ সবচেয়ে নিচে রয়েছে
পয়েন্ট টেবল দেখলে কেএল রাহুলের অধিনায়কত্বে লখনউ সুপার জায়ন্টস (-0.286) ৬ নম্বরে রয়েছে৷ এমএস ধোনি -র সিএসকে (-0.639) সপ্তম স্থানে, বিরাট কোহলির আরসিবি (-0.697)  পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে, মুম্বই ইন্ডিয়ান্স  (-0.914) নবম স্থানে এবং সানরাইজার্স হায়দরাবাদ  (-3.050) সবচেয়ে নিচে ১০ নম্বর স্থানে রয়েছে৷ এই সমস্ত পাঁচটি দল প্রথম জয়ের খোঁজে রয়েছে৷ ৩০ মার্চ আরসিবি বনাম কেকেআর (RCB vs KKR)  ম্যাচ৷
advertisement
অরেঞ্জ ক্যাপে (Orange Cap) ফ্যাফ ডু প্লেসিস (Faf Du Plessis) এখনও অবধি রানের নিরিখে এক নম্বরে রয়েছে৷ তাঁর রান ৮৮৷ মুম্বই ইন্ডিয়ান্সে ঈশান কিষান ৮১ রান করে দু নম্বরে রয়েছেন, তিন নম্বরে ৫৭ রান করে রয়েছেন এডেন মার্করম৷
পার্পল ক্যাপে (Purple Cap) এখনও অবধি ৫ জন বোলার ৩ টি করে উইকেট নিয়েছেন৷ কুলদীপ যাদব, ডয়েন ব্র্যাভো, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, বাসিল থাম্পি রয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আজ আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর, পয়েন্ট টেবলে কে কোথায় দাঁড়িয়ে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement