Sara Tendulkar Gossip: গাড়িতে বাজছে হৃতিক রোশনের ‘না তুম জানো না হাম’ কার সঙ্গে লং ড্রাইভে সুন্দরী সারা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের রূপ সৌন্দর্য্য অপার, তাঁকে নিয়ে কিন্তু বাজারে গসিপের শেষ নেই...
#এডিনবার্গ: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সুন্দরী কন্যা সারা তেন্ডুলকরকে (Sara Tendulkar) নিয়ে চর্চার শেষ নেই৷ সোশ্যাল মিডিয়ায় তাই কোনও পিছু পোস্ট করলেই তা অল্প সময়েই ভাইরাল হয়ে যায়৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের স্টোরিতে লং ড্রাইভে যাওয়ার কথা আপলোড করেছিলেন সারা তেন্ডুলকর৷ Photo Courtesy- Sara Tendulkar/Instagram
advertisement
সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকর (Sara Tendulkar) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তাঁকে ড্রাইভে যেতে দেখা গিয়েছিল৷ তাঁর সঙ্গে অবশ্য কে আছে ভিডিও থেকে তা জানা যায়নি৷ এমনিতেই সারা তেন্ডুলকরকে নিয়ে গসিপের (Gossip) শেষ নেই৷ শুভমান গিলের (Sara Tendulkar and Subhman Gill) সঙ্গে তাঁর নাকি প্রেম এই নিয়ে দীর্ঘদিনের গসিপ (Gossip) রয়েছে৷ তবে সঙ্গে কে আছে জানা না গেলেও ড্রাইভের বেশ কিছু ছবি দেখা গেছে৷ Photo Courtesy- Sara Tendulkar/Instagram
advertisement
advertisement
advertisement
advertisement