Wiaan Mulder: কেন ৩৬৭ রানে ডিক্লেয়ার করলেন মুল্ডার? কেন ভাঙলেন না লারার রেকর্ড? জানা গেল আসল কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Wiaan Mulder: দক্ষিণ আফ্রিতা বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচে আরও একট ঐতিহাসিক ইনিংস খেলেছেন উইয়ান মুল্ডার। টেম্বা বাভুমার পরিবর্তে অস্থায়ী অধিনায়ক হিসেবে খেলতে নেমেই রেকর্ড বুকে নাম লেখান মুল্ডার।
একদিকে যেখানে ইংল্যান্ডে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রানের ইনিংসে খেলে রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন ভারত অধিনায়ক শুভমান গিল। ঠিক অপরদিকে, দক্ষিণ আফ্রিতা বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচে আরও একট ঐতিহাসিক ইনিংস খেলেছেন উইয়ান মুল্ডার। টেম্বা বাভুমার পরিবর্তে অস্থায়ী অধিনায়ক হিসেবে খেলতে নেমেই রেকর্ড বুকে নাম লেখান মুল্ডার। প্রথম ইনিংসে একাই ৩৬৭ রান করেন।
কিন্তু মুল্ডারের একটি সিদ্ধান্ত অবাক করেছে সকলকে। ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের সময় ৩৬৭ রানে অপরাজিত ছিলেন মুল্ডার। ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার জন্য দরকার ছিল আর মাত্র ৩৪ রানেপ। হাতে যথেষ্ট সময়ও ছিল। কিন্তু লাঞ্চের সময় হঠাৎই ইনিংস ডিক্লেয়ার করে দেন প্রোটিয়া অধিনায়ক। কেন হঠাৎ লারারা রেকর্ড না ভেঙে ডিক্লেয়ার করে দিলেন মুল্ডার, তা অবাক করে সকলকে।
advertisement
দিনের খেলা শেষে মুলডার নিশ্চিত করেন যে, তিনি কোচ শুকরি কনরাডের সঙ্গে আলোচনা করেই রেকর্ড ভাঙার পথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “প্রথমেই বলি, আমাদের মনে হয়েছে বোলিং করার মতো যথেষ্ট রান হয়ে গেছে। ব্রায়ান লারা একজন কিংবদন্তি। তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ বা ৪০১ কিছু একটা করেছিলেন, এবং এই রেকর্ডটা কারও ধরে রাখা খুবই বিশেষ কিছু। আমি ‘শুকস’ (কোচ) এর সঙ্গে কথা বলেছি – আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেকর্ডটা কিংবদন্তিদেরই হাতে থাকা উচিত। লারার কাছে এই রেকর্ড থাকাটাই ঠিক।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG 3rd Test: লর্ডসে তৃতীয় টেস্টের দল ঘোষণা! সিরিজে লিড নিতে বড় চমক! জেনে নিন বিস্তারিত
এমনিতেই উইয়ান মুল্ডার ৩৬৭ রানের ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্কোরার তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ স্কোরার। কিন্তু লারার প্রতি যে সম্মান তিনি দেখিয়েছেন তা মুল্ডারের প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে। নিজের বিশ্বরেকর্ড গড়ার সুযোগ এভাবে হেলায় নিঃস্বার্থভাবে ছেডে দেওয়াটা মোটেও সহজ কথা নয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 10:11 AM IST