IND vs ENG 3rd Test: লর্ডসে তৃতীয় টেস্টের দল ঘোষণা! সিরিজে লিড নিতে বড় চমক! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs ENG 3rd Test: ১০ জুলাই থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে কামব্যাক করতে মরিয়া ইংল্যান্ড। জয়ে ফিরতে লর্ডস টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিল ইসিবি। বড় পরিবর্তন হয়েছে স্কোয়াডে।

(Photo-AP)
(Photo-AP)
লিডসে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়ায় ভারতীয় দল। ৩৩৬ রানের লজ্জারে হারের সম্মুখীন হতে হয়েছে বেন স্টোকসের দলকে। এহেন পরিস্থিতিতে ১০ জুলাই থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে কামব্যাক করতে মরিয়া ইংল্যান্ড। জয়ে ফিরতে লর্ডস টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিল ইসিবি। বড় পরিবর্তন হয়েছে স্কোয়াডে।
ইংল্যান্ড ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য তাদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে গাস অ্যাটকিনসনের অন্তর্ভুক্তিই একমাত্র পরিবর্তন। ইংল্যান্ডের হয়ে মাত্র ১২ ম্যাচেই ৫৫টি উইকেট নেওয়া অ্যাটকিনসন অ্যান্ডারসন-ব্রড পরবর্তী যুগের অন্যতম সেরা পেসার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রথম দুই ম্যাচে তার অনুপস্থিতি ইংল্যান্ড অনুভব করেছে। জোফ্রা আর্চার দ্বিতীয় টেস্টেই স্কোয়াডে ঢুকেছিলেন। কিন্তু খেলেননি। তবে ধারণা করা হচ্ছে অ্যাটকিনসন ও জোফ্রা আর্চার সরাসরি একাদশে ঢুকে পড়বেন।
advertisement
ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জশ টাঙ টানা দুই ম্যাচ খেলেছেন এবং দীর্ঘ স্পেল করার কারণে দৃশ্যতই ক্লান্ত ছিলেন। ফলে ইংল্যান্ডের পেস আক্রমণে সম্পূর্ণ রোটেশন হতে পারে। এক্ষেত্রে জোফরা আর্চার, জেমি ওভারটন, স্যাম কুক এবং এখন অ্যাটকিনসন সবারই সুযোগ রয়েছে। ইংল্যান্ডের পেস অ্যাটাকে ৩ পরিবর্তন হয়ে আসার সম্ভাবনা সবথেকে বেশি ঘাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার ও স্যাম কুকের।
advertisement
advertisement
প্রথম দুই ম্যাচে ফ্ল্যাট পিচে খেলা হলেও, লর্ডসে কিছুটা বোলিং সহায়ক উইকেট পাওয়ার আশা করা হচ্ছে। ঐতিহ্যগতভাবে এই মাঠে সাইডওয়ে মুভমেন্ট দেখা যায়, বিশেষ করে স্লোপ থাকার কারণে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দুই দিনে ২৮টি উইকেট পড়ে। তৃতীয় দিনে সূর্য ওঠার পর এবং পিচ শুকোতে শুরু করলে রান তুলতে সুবিধা হয়, যা দক্ষিণ আফ্রিকা দারুণভাবে কাজে লাগায়।
advertisement
এজবাস্টনের পিচটি ইংল্যান্ড নিজেদের খেলার ধাঁচ অনুযায়ী প্রস্তুত করেছিল। কিন্তু সেখানে ভারত তাদের চেয়ে ভালো ব্যাটিং ও পরে বোলিং করে ইংল্যান্ডকে হারিয়ে দেয়। অ্যাটকিনসন ও জোফরা আর্চারের মতো পেসারদের ফেরাটা ইংল্যান্ডের জন্য বড় প্লাস পয়েন্ট এবং বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে।
advertisement
লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড: বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জ্যাকব বেটেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), জেমি ওভারটন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাঙ, শোয়েব বশির, স্যাম কুক, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG 3rd Test: লর্ডসে তৃতীয় টেস্টের দল ঘোষণা! সিরিজে লিড নিতে বড় চমক! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement