তিনদিক থেকে ঘিরে রয়েছে সুন্দরীরা! তাদের সঙ্গে দারুণ কোমর দোলালেন গেইল, সুপার ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ও মা এত্তজন ভারতীয় মহিলার সঙ্গে কী করছেন ক্রিস গেইল...
#নয়াদিল্লি: ওয়েস্টইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল শুধু নিজের ব্যাটিংয়ের জন্যেই পপুলার নন৷ তাঁর জীবনযাপনের পদ্ধতিও সকলের কাছে তাঁকে আরও আকর্ষণীয় করে তোলে। তাঁর বিভিন্ন কাজকর্মেই লোকে নজর দিয়ে বসে থাকে৷ এখন গেইল লেজেন্ডস লিগে গুজরাত জায়ন্টস দলের হয়ে খেলছেন৷ সেওয়াগের নেতৃত্বাধীন গুজরাত জায়ন্টেস প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন৷ সোমবার তারা এলিমিনেটর খেলেছে৷
কিন্তু তার আগে দলের সব ক্রিকেটার গড়বা নাইটে স্পেশাল আন্দাজে ধরা দেন৷ এই রাতে সেওয়াগ ও ক্রিস গেইল সঙ্গী সাথীদের সঙ্গে স্টাইলিশ আন্দাজে ধরা দেন৷ ক্রিস গেইলের চমৎকার নাচ সকলকে একেবারে হয়রান করে দিয়েছে৷ ট্যুইটারে তাঁর নাচ ফ্যানদের দারুণ পছন্দ হয়েছে৷ সকলেই জমিয়ে পছন্দ করছেন এই নাচ!
আরও পড়ুন - Noble Prize: চিকিৎসায় অসামাণ্য অবদানের জন্য নোবেল পেলেন সান্তে পাবো, পুরস্কার মূল্য বিপুল অর্থ
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
The Universe Boss @henrygayle dancing on the dhol beats to celebrate Navratri! 🔥😍@llct20 @AdaniSportsline #GarjegaGujarat #LLCT20 #BossLogonKaGame #LegendsLeagueCricket #Adani #cricketlovers #cricketfans #indiancricket #cricketfever #cricketlife #T20 #BCCI #cricket pic.twitter.com/Cv3GbcZlE6
— Gujarat Giants (@GujaratGiants) October 2, 2022
advertisement
ক্রিস গেইল ভিলওয়াড়া কিংসের বিরুদ্ধে তুফান খেলেন
গুজরাত জায়ন্টস এবং ভিলওয়াড়া কিংস নিজেদের মধ্যে ৩০ সেপ্টেম্বর খেলে৷ এতে ইউনিভার্স বস ৬৮ রানের তুফান ইনিংস খেলেন তিনি৷ কিন্তু পাঠান ভাইরা তাঁর ইনিংসের ধামাকাকে একেবারে আটকে দেন৷ দুই ক্রিকেটার ভিলওয়াড়া -র হয়ে এই মোকাবিলা ৫ উইকেটে জিতে যায়৷ জায়গা প্লে অফে পাকা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2022 5:51 PM IST