Noble Prize: চিকিৎসায় অসামাণ্য অবদানের জন্য নোবেল পেলেন সান্তে পাবো, পুরস্কার মূল্য বিপুল অর্থ

Last Updated:

গত বছরের পুরস্কার বিজেতা ডেভিড জুলিয়াস এবং অর্ডম পটাপুটিয়ন ছিলেন৷ তাঁদের গবেষণা ছিল মানুষের উষ্ণতা এবং স্পর্শ কীভাবে সম্পর্কিত হবে তা নিয়েই ছিল তাঁদের গবেষণা৷

svante paabo of sweden recieve nobel prize in medicine
svante paabo of sweden recieve nobel prize in medicine
#নয়াদিল্লি : সুইডেনের সান্তে পেবোকে চিকিৎসা ক্ষেত্রে অসামাণ্য অবদানের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন৷ তাঁর ‘মানুষের ক্রমিক বিকাশ’ নিয়ে রিসার্চের জন্য তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে৷
সুইডেনের সান্তে পেবোকে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে৷
advertisement
advertisement
গত বছরের পুরস্কার বিজেতা ডেভিড জুলিয়াস এবং অর্ডম পটাপুটিয়ন ছিলেন৷ তাঁদের গবেষণা ছিল মানুষের উষ্ণতা এবং স্পর্শ কীভাবে সম্পর্কিত হবে তা নিয়েই ছিল তাঁদের গবেষণা৷
advertisement
পুরস্কার মূল্য প্রচুর৷ সুইডিশ মুদ্রায় এক কোটি সুইডিশ ক্রোনার নগদে দেওয়া হবে৷ বিজেতা ১০ ডিসেম্বর দেওয়া হবে৷ যা ভারতীয় মুদ্রায় ৭.৩১ কোটি টাকা৷ এই পুরস্কার মূল্য নোবেল পুরস্কারের শুরু করা আবিষ্কারক অ্যালফ্রেড নোবেলের রেখে যাওয়া সম্পত্তি থেকে দেওয়া হয়৷ ১৮৯৫ সালে তাঁর মৃত্যু হয়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Noble Prize: চিকিৎসায় অসামাণ্য অবদানের জন্য নোবেল পেলেন সান্তে পাবো, পুরস্কার মূল্য বিপুল অর্থ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement