একেবারে লজ্জার একশেষ! প্রথমে সাপ, পরে ফ্লাডলাইট নেভা, আন্তর্জাতিক ক্রিকেটে লোক হাসাল এই স্টেডিয়াম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিন নেট দুনিয়ায় একেবারে হাসির খোরাক হয়ে যায় এই স্টেডিয়াম, সাপ, হেয়ার ড্রায়ার, আয়রন ব্যবহার করে মাঠ শুকনো থেকে ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়া৷
#গুয়াহাটি: কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! একবার সাপ , একবার মাঠে বন্ধ হয়ে গেল বিদ্যুৎ পরিষেবা৷ বিশ্ব মঞ্চে একেবারে লজ্জার মুখ তুলে ধরল গুয়াহাটির বারসাপারা স্টেডিয়াম৷ রবিবাসরীয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচে রানের বন্যা হলেও ২ -২ বার বন্ধ রইল খেলা৷ দ্বিতীয় বার খেলা বন্ধ হয় মাঠের একটি টাওয়ারের আলো বন্ধ হয়ে যাওয়ার জন্য৷
মাঠের আলো নিভে যাওয়ার ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে যখন দক্ষিণ আফ্রিকা দল ব্যাট করছিল৷ তখন যান্ত্রিক ত্রুটির কারণে বিপর্যয়ের শিকার হয় একটি ফ্লাড লাইট স্ট্যান্ড ৷ এরই জেরে দ্বিতীয়বারের জন্য মাঠে খেলা বন্ধ করে দিতে হয়৷
এদিকে এদিন নেট দুনিয়ায় একেবারে হাসির খোরাক হয়ে যায় এই স্টেডিয়াম, সাপ, হেয়ার ড্রায়ার, আয়রন ব্যবহার করে মাঠ শুকনো থেকে ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়া৷
advertisement
advertisement
From using hair dryer and iron to dry the pitch, to snakes 🐍 in stadium, to floodlight failures, Baraspara Stadium, Guwahati never disappoints! #INDvSA pic.twitter.com/WMluIEktmL
— RanaJi (@ItsRanaJi) October 2, 2022
This is embarrassing for the richest cricket board. @BCCI #Floodlights#INDvSA https://t.co/Bg627Dsfll
— Sankalp Dubey🇮🇳🚩 (@ItsSanKalpD) October 2, 2022
advertisement
Floodlight gone 🥲 pic.twitter.com/wXymrDdpzf
— Shantanu 🎶 (@Shantanu630) October 2, 2022
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা-র (India vs South Africa) মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন তুলকালাম৷ অসমের গুয়াহাটির বারসাপারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠের মধ্যেই সাপ (Snake) বেয়ে চলে যাচ্ছে লাইভ ম্যাচ সম্প্রচারকালে সারা বিশ্বের সামনে চলে এল৷ মাঠের মধ্যে দিয়ে বেয়ে বেড়াচ্ছে লম্বা সাপ দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড় দুই দলের ক্রিকেটারদেরই৷ এদিকে সেই ঘটনাকে এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে মাঠে একটি লম্বা সাপকে মাঠে বেয়ে বেড়াতে দেখা যায়৷ এই দেখে মাঠের মধ্যে একেবারে হুলূস্থূলু ঘটনা৷ অসমের গুয়াহাটিতে সেই সময় সে কী কাণ্ড সে কী কাণ্ড! খেলা থামিয়ে দুই দলের ক্রিকেটাররাই নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে দেন সাপ নিয়ে৷ দেখে নিন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেওয়া সেই ভাইরাল ভিডিও৷
advertisement
OMG #snake on playing ground😲😲😲 What is Going on! #INDvsSAT20I #Guwahati #INDvsSA new audience😂🐍 pic.twitter.com/5PQsqeeR0K
— PriyAnkit Official FC👑 (@TusharA21304091) October 2, 2022
#Snake 🐍🐍 on the field 😳😳😲😲😲 #INDvSA#Guwahati #INDVSA #Guwahati pic.twitter.com/mwb36fRNpy
— Latest_update_official (@ramvish93296061) October 2, 2022
advertisement
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ভারতীয় ওপেনার কেএল রাহুলকে পরিষ্কার দেখা যাচ্ছে৷ তিনি মাঠের ঘুরে বেড়ানো সাপটির দিকে ইশারা করছেন৷ এরপর সাপটিকে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সাপটি থেকে মাঠে কারোর ক্ষতি হয়নি৷
advertisement
রোহিত শর্মা এদিন ৪০০ তম টি টোয়েন্টি ম্যাচ খেললেন৷
রোহিত শর্মা এদিন গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলার সময় এক নজির গড়ে ফেললেন৷ তিনি এদিন টি টোয়েন্টি কেরিয়ারের ৪০০ তম ম্যাচ খেললেন৷ সেই ম্যাচে তিনি ৩৭ বলে ৪৩ রান করেন৷ তিনি আর কেএল রাহুল প্রথম উইকেটে ৯৬ রান করেন৷ ধামাকাদার শুরু দেন ভারতীয় ক্রিকেট দলকে৷
এদিন দক্ষিণ আফ্রিকা টসে জেতে
এদিন টসে জিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রখমে ভারতেক ব্যাট করতে পাঠায় প্রোটিয়া বাহিনী৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2022 11:22 PM IST