Tamil Nadu Table Tennis Player Death: ট্যাক্সির সঙ্গে ধাক্কা ট্রেলারের ! শিলংয়ে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু তামিলনাডুর টেবিল টেনিস খেলোয়াড়ের

Last Updated:

Tamil Nadu Table Tennis Player Death: টিমের বাকি ৩ সদস্যের সঙ্গেই ট্যাক্সি করে গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন দীনদয়ালান ৷ একটি ১২ চাকার ট্রেলার এসে ধাক্কা মারে তাঁদের ট্যাক্সিকে ৷

Tamil Nadu TT player Vishwa Deenadayalan
Tamil Nadu TT player Vishwa Deenadayalan
শিলং: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তামিলনাডুর ১৮ বছর বয়সী টেবিল টেনিস খেলোয়াড়ের (Tamil Nadu Table Tennis Player Death)৷ শিলংয়ে অনুষ্ঠিত হতে চলা ৮৩ তম সিনিয়র ন্যাশনাল ও ইন্টার-স্টেট টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল বিশ্ব দীনদয়ালানের (Vishwa Deenadayalan) ৷
টিমের বাকি ৩ সদস্যের সঙ্গেই ট্যাক্সি করে গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন দীনদয়ালান ৷ একটি ১২ চাকার ট্রেলার এসে ধাক্কা মারে তাঁদের ট্যাক্সিকে ৷ দুর্ঘটনাস্থল থেকে প্রত্যেককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷ দীনদয়ালানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ আগামিকাল, মঙ্গলবার থেকেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে ৷ তার আগে এমন ঘটনায় প্রত্যেকেই শোকস্তব্ধ ৷ ঘটনাস্থলেই প্রয়াত হন ট্যাক্সির চালক।
advertisement
advertisement
advertisement
advertisement
গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে শাঙবাংলা বলে একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটে।  ঘটনায় গুরুতর চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা বাকি তিন খেলোয়াড় রমেশ সন্তোষ কুমার, অবিনাশ প্রসন্নজি শ্রীনিবাসন ও কিশোর কুমার।
বাংলা খবর/ খবর/খেলা/
Tamil Nadu Table Tennis Player Death: ট্যাক্সির সঙ্গে ধাক্কা ট্রেলারের ! শিলংয়ে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু তামিলনাডুর টেবিল টেনিস খেলোয়াড়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement