Tamil Nadu Table Tennis Player Death: ট্যাক্সির সঙ্গে ধাক্কা ট্রেলারের ! শিলংয়ে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু তামিলনাডুর টেবিল টেনিস খেলোয়াড়ের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Tamil Nadu Table Tennis Player Death: টিমের বাকি ৩ সদস্যের সঙ্গেই ট্যাক্সি করে গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন দীনদয়ালান ৷ একটি ১২ চাকার ট্রেলার এসে ধাক্কা মারে তাঁদের ট্যাক্সিকে ৷
শিলং: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তামিলনাডুর ১৮ বছর বয়সী টেবিল টেনিস খেলোয়াড়ের (Tamil Nadu Table Tennis Player Death)৷ শিলংয়ে অনুষ্ঠিত হতে চলা ৮৩ তম সিনিয়র ন্যাশনাল ও ইন্টার-স্টেট টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল বিশ্ব দীনদয়ালানের (Vishwa Deenadayalan) ৷
টিমের বাকি ৩ সদস্যের সঙ্গেই ট্যাক্সি করে গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন দীনদয়ালান ৷ একটি ১২ চাকার ট্রেলার এসে ধাক্কা মারে তাঁদের ট্যাক্সিকে ৷ দুর্ঘটনাস্থল থেকে প্রত্যেককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷ দীনদয়ালানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ আগামিকাল, মঙ্গলবার থেকেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে ৷ তার আগে এমন ঘটনায় প্রত্যেকেই শোকস্তব্ধ ৷ ঘটনাস্থলেই প্রয়াত হন ট্যাক্সির চালক।
advertisement
Heartbreaking to learn that Tamil Nadu paddler, Deenadayalan Vishwa passed away in an accident in Ri Bhoi District. He was on his way to Shillong to participate in the 83rd Senior National Table Tennis Championship. Sincere condolences to his family & friends. pic.twitter.com/XpeJMG4ad3
— Anurag Thakur (@ianuragthakur) April 18, 2022
advertisement
advertisement
Saddened to learn that Tamil Nadu paddler, Deenadayalan Vishwa passed away after an accident in Ri Bhoi District while on his way to Shillong to participate in the 83rd Senior National Table Tennis Championship in our State@ianuragthakur @KirenRijiju @mkstalin @CMOTamilnadu pic.twitter.com/sGvAc3eDhe
— Conrad Sangma (@SangmaConrad) April 17, 2022
advertisement
গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে শাঙবাংলা বলে একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা বাকি তিন খেলোয়াড় রমেশ সন্তোষ কুমার, অবিনাশ প্রসন্নজি শ্রীনিবাসন ও কিশোর কুমার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2022 3:32 PM IST