Artificial Sweetner: রোগা হতে চিনি ছেড়ে সুগার ফ্রি খাচ্ছেন? উলটে আরও বড় বিপদ ডাকছেন, বিকল হচ্ছে কিডনি-লিভার, ঝাঁঝরা হচ্ছে হার্ট

Last Updated:
Artificial Sweeteners vs Natural Sugar: বর্তমানে প্রায় সকলেই কমবেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন ইন্টারনেটের দৌলতে। অনেকেই সুগার, ডায়াবেটিসের ভয়ে খাচ্ছেন কৃত্রিম চিনি‌। সেই কৃত্রিম চিনি খাওয়া কি ঠিক জানিয়েছেন পুষ্টিবিদ
1/6
বর্তমানে প্রায় সকলেই কমবেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন ইন্টারনেটের দৌলতে। অনেকেই সুগার, ডায়াবেটিসের ভয়ে খাচ্ছেন কৃত্রিম চিনি‌। সেই কৃত্রিম চিনি খাওয়া কি ঠিক তা জানিয়েছেন পুষ্টিবিদ দেবযানী হালদার।
বর্তমানে প্রায় সকলেই কমবেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন ইন্টারনেটের দৌলতে। অনেকেই সুগার, ডায়াবেটিসের ভয়ে খাচ্ছেন কৃত্রিম চিনি‌। সেই কৃত্রিম চিনি খাওয়া কি ঠিক তা জানিয়েছেন পুষ্টিবিদ দেবযানী হালদার।
advertisement
2/6
খাবারে ক্যালোরির পরিমাণ কমাতে ব্যবহার করা হয় কৃত্রিম চিনি। ঠিক কি কি বিকল্প রয়েছে চিনির। রয়েছে সুগার আ্যলকোহল সর্বিটল, জ়াইলিটল, ল্যাক্টিটল, ম্যান্নিটল, ইরিত্রিটল এবং ম্যাল্টিটল।
খাবারে ক্যালোরির পরিমাণ কমাতে ব্যবহার করা হয় কৃত্রিম চিনি। ঠিক কি কি বিকল্প রয়েছে চিনির। রয়েছে সুগার আ্যলকোহল সর্বিটল, জ়াইলিটল, ল্যাক্টিটল, ম্যান্নিটল, ইরিত্রিটল এবং ম্যাল্টিটল।
advertisement
3/6
রয়েছে সিন্থেটিক চিনি স্যাকারিন, 'অ্যাজ়পারটেম' এবং 'সুক্রালোজ়' এতে ক্যালরি একেবারে নেই বললেই চলে। খাবারে ব্যবহারের সুবিধার জন্য এগুলি ট্যাবলেট বা গুঁড়ো হিসাবে ব্যবহার করা হয়।
রয়েছে সিন্থেটিক চিনি স্যাকারিন, 'অ্যাজ়পারটেম' এবং 'সুক্রালোজ়' এতে ক্যালরি একেবারে নেই বললেই চলে। খাবারে ব্যবহারের সুবিধার জন্য এগুলি ট্যাবলেট বা গুঁড়ো হিসাবে ব্যবহার করা হয়।
advertisement
4/6
প্রাকৃতিক সুইটনার চিনির বিকল্প হিসাবে অনেকে 'স্টেভিয়া'-র মত বিভিন্ন গাছের নির্যাস থেকে তৈরি প্রাকৃতিক চিনি ব্যবহার করেন। এই মিষ্টিজাতীয় খাবারের গ্লাইসেমিক ইনডেক্স এবং ক্যালোরি শূন্য।
প্রাকৃতিক সুইটনার চিনির বিকল্প হিসাবে অনেকে 'স্টেভিয়া'-র মত বিভিন্ন গাছের নির্যাস থেকে তৈরি প্রাকৃতিক চিনি ব্যবহার করেন। এই মিষ্টিজাতীয় খাবারের গ্লাইসেমিক ইনডেক্স এবং ক্যালোরি শূন্য।
advertisement
5/6
এই কৃত্রিম চিনি গুলিতে ক্যালোরির পরিমাণ কম বলে এর অতিরিক্ত ব্যবহার কিন্তু অন্য বিপদ ডেকে আনতে পারে। বড়রা তো বটেই, ছোটদের ক্ষেত্রেও এই চিনি ব্যবহারে লাগাম টানা উচিত।
এই কৃত্রিম চিনি গুলিতে ক্যালোরির পরিমাণ কম বলে এর অতিরিক্ত ব্যবহার কিন্তু অন্য বিপদ ডেকে আনতে পারে। বড়রা তো বটেই, ছোটদের ক্ষেত্রেও এই চিনি ব্যবহারে লাগাম টানা উচিত।
advertisement
6/6
দু'বছরের নীচে শিশুদের 'সুগার ফ্রি' খাবার না খাওয়ানোই ভাল। অতিরিক্ত কৃত্রিম চিনি দেওয়া খাবার খেলে টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। এছাড়াও হতে পারে একাধিক সমস্যা। তাই সতর্ক থাকুন।
দু'বছরের নীচে শিশুদের 'সুগার ফ্রি' খাবার না খাওয়ানোই ভাল। অতিরিক্ত কৃত্রিম চিনি দেওয়া খাবার খেলে টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। এছাড়াও হতে পারে একাধিক সমস্যা। তাই সতর্ক থাকুন।
advertisement
advertisement
advertisement