ইভেন্টের দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব, যুবভারতীর বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তের অগ্রগতি কোন পথে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
বুধবার যুবভারতীতে গিয়েছে ফরেন্সিক দলও। স্টেডিয়াম ঘুরে পড়ে থাকা জলের বোতল-সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে তারা। স্টেডিয়ামের ভাঙা জায়গা এবং একাধিক অংশের ছবি তুলেছেন ফরেন্সিক দলের সদস্যেরা।
কলকাতা: যুবভারতীকাণ্ডের তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন, সেই কমিটির সুপারিশেই সিট গঠিত হয়েছে। বুধবার যুবভারতীতে গিয়েছে ফরেন্সিক দলও। স্টেডিয়াম ঘুরে পড়ে থাকা জলের বোতল-সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে তারা। স্টেডিয়ামের ভাঙা জায়গা এবং একাধিক অংশের ছবি তুলেছেন ফরেন্সিক দলের সদস্যেরা।
মেসি ইভেন্ট কাণ্ডে সিট-এর অধীনে যে তদন্তকারী টিম গঠন করা হয়েছে তাঁরা আজ, বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়াম চত্বরে আসার কথা রয়েছে। এবং ইভেন্টের দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। স্টেডিয়ামের কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। স্টেডিয়ামের গন্ডগোলের মূল সূত্রপাত কোন জায়গা থেকে, সেখানে কারা কারা দায়িত্ব ছিলেন পুলিশের প্রয়োজনে তাদের সঙ্গেও কথা বলা হবে। সমস্ত রিপোর্ট পাওয়ার পরে সিটের চার আইপিএস-এর হাতে এই সমস্ত তথ্য তুলে দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে এই চার আইপিএস-এর সিটের টিম ভিডিও কনফারেন্স করে মিটিং করার কথা রয়েছে।
advertisement
advertisement
সল্টলেক স্টেডিয়ামের নির্দিষ্ট একটি ব্লক থেকে প্রথম বোতল ছোড়া শুরু হয় মাঠের দিকে। যেই ডিরেকশনে বোতল ছোড়া হয়, তা জানতে ফরেনসিকের সাহায্য নিয়েছে সিট। ‘ভিসিবিলিটি গার্ড’ হওয়ার কারণে প্রথম বোতল ছোড়া শুরু হয় লোয়ার টিয়ার থেকে। ইতিমধ্যেই সেই ব্লককে চিহ্নিত করেছে সিট। সল্টলেক স্টেডিয়ামের সমস্ত সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে সিট। বাজেয়াপ্ত করা হয়েছে ব্রডকাস্ট হওয়া ভিডিও আউটপুট লিঙ্কও। মাঠের মধ্যে কতজনকে গ্রাউন্ড অ্যাকসেস কার্ড দেওয়া হয়েছিল এবং কারা দিয়েছিলেন, তা খতিয়ে দেখছে সিট।
advertisement

গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, তা শুধু লজ্জাজনকই নয়, নজিরবিহীনও বটে। সেই ঘটনায় মঙ্গলবারই বেনজির পদক্ষেপ করেছে সরকার। ডিজিপি রাজীব কুমার, বিধাননগরের সিপি মুকেশ কুমার, ক্রীড়াসচিব রাজেশ সিনহাকে শো-কজ করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের CEO দেবকুমার নন্দনকে মিসম্যানেজমেন্টের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2025 10:52 AM IST










