Delhi Pollution Control: দূষণে দমবন্ধ দিল্লি, পুরনো গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা, বৈধ দূষণ সার্টিফিকেট ছাড়া মিলবে না জ্বালানি

Last Updated:

Delhi Pollution Control: বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুধুমাত্র BS-VI( পাঁচ-ছয় বছরের পুরনো গাড়ি) ইঞ্জিনযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। পাশাপাশি, বৈধ PUC (Pollution Under Control) সার্টিফিকেট না থাকলে কোনও গাড়িকে জ্বালানি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

দিল্লি দূষণ
দিল্লি দূষণ
নয়াদিল্লিঃ দিল্লিতে মারাত্মক বায়ুদূষণের মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিল প্রশাসন। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুধুমাত্র BS-VI ইঞ্জিনযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। পাশাপাশি, বৈধ PUC (Pollution Under Control) সার্টিফিকেট না থাকলে কোনও গাড়িকে জ্বালানি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ ও নয়ডা থেকে প্রতিদিন দিল্লিতে ঢোকা প্রায় ১২ লক্ষ গাড়ি প্রভাবিত হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, নয়ডা থেকে প্রায় ৪ লক্ষ, গুরুগ্রাম থেকে ২ লক্ষ এবং গাজিয়াবাদ থেকে প্রায় ৫.৫ লক্ষ গাড়ি দিল্লিতে প্রবেশে বাধার মুখে পড়বে।
advertisement
advertisement
ইতিমধ্যেই দিল্লির বিভিন্ন পেট্রোল পাম্পে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন (ANPR) ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে বৈধ PUC না থাকা গাড়ি শনাক্ত করা হবে। দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা মঙ্গলবার এই ব্যবস্থা ঘোষণা করেন। জানানো হয়েছে, রাজধানীতে GRAP Stage IV কার্যকর থাকা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
প্রতি শীতেই দিল্লি ভয়াবহ স্মগ ও বায়ুদূষণের কবলে পড়ে। তাপমাত্রা কমলে বাতাসে থাকা দূষণকারী কণা নিচের স্তরে আটকে যায়, ফলে দ্রুত বায়ুর মানের অবনতি ঘটে। বিশেষজ্ঞদের মতে, ঘন যান চলাচলযুক্ত এলাকায় মোট দূষণের প্রায় ৪০ শতাংশের জন্য যানবাহনই দায়ী। তাই চরম দূষণের সময় উচ্চ নির্গমনকারী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।
advertisement
নিয়ম কার্যকরে মাঠে নামছে প্রশাসন। ৫৮০ জন পুলিশকর্মী, ৩৭টি এনফোর্সমেন্ট ভ্যান এবং ১২৬টি চেকপোস্টে নজরদারি চালানো হবে। পাশাপাশি পেট্রোল পাম্পে পরিবহণ দফতর, পুরসভা ও খাদ্য দফতরের দল মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির একাধিক এলাকায় ঘন ধোঁয়াশা দেখা যায়। সিপিসিবির ‘Sameer’ অ্যাপ অনুযায়ী, সকাল ৬টায় দিল্লির গড় AQI ছিল ৩৫৬, যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে। আনন্দ বিহারে AQI ছিল সর্বোচ্চ ৪১৫ (Severe)। এছাড়াও বিবেক বিহার, জাহাঙ্গিরপুরী, রোহিণী, আইটিও, মুন্ডকা ও অশোক বিহার এলাকাতেও বায়ু মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে।
advertisement
এছাড়া, যান চলাচল কমাতে দিল্লির বেসরকারি অফিসগুলিকে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Pollution Control: দূষণে দমবন্ধ দিল্লি, পুরনো গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা, বৈধ দূষণ সার্টিফিকেট ছাড়া মিলবে না জ্বালানি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement