কোহলির সেই ছক্কা 'গ্রেটেস্ট টি২০ শট অফ অল টাইম', বিরাট ঘোষণা আইসিসির

Last Updated:

Virat Kohli Six: কোহলির সেই ছক্কা দেখে হা হয়ে গিয়েছিল সবাই। এবার সেই শট নিয়ে বড় ঘোষণা।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের যাত্রা সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে শোচনীয় হারের পর শেষ হয়েছে। বিশ্বকাপে ভারত দারুণ শুরু করলেও সেমিফাইনালের চাপ সামলাতে পারেনি। ফলে ভারতীয় ক্রিকেট দলের ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
ভারতের কিছু তারকা ক্রিকেটার এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করেছেন। বিরাট কোহলি তাদের মধ্যে একজন। বেশ কয়েক মাস ধরে রান না পাওয়া কোহলি প্রথমে এশিয়া কাপ এবং তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন। ভারতীয় দল ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি।
আরও পড়ুন- 'আপনি কি সারা আলি খানকে ডেট করছেন?' এতদিনে খোলামেলা জবাব শুভমান গিলের
টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট একের পর এ দুরন্ত ইনিংস খেলেছেন। কিন্তু সবচেয়ে স্মরণীয় ইনিংস (অপরাজিত ৮২) ছিল পাকিস্তানের বিরুদ্ধে। এই বিশ্বকাপে ভারতকে প্রথম ম্যাচ খেলতে হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে। ওই ম্যাচে এক পর্যায়ে ভারতীয় দল হারের মুখে ছিল। কিন্তু বিরাট কোহলি ওই সময়ে কার্যত অসম্ভবকে সম্ভব করে দেন।
advertisement
advertisement
১৯ তম ওভারের শেষ দুই বলে হারিস রউফকে পর পর দুটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিরাট কোহলি। এর পর শেষ ওভারও নাটকীয় ছিল। অবশেষে ভারত এই ম্যাচ জেতে।
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। এবার আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের এমন ৫টি মুহূর্ত যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বিরাট কোহলির ইনিংসকে বিশেষ জায়গা দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ বলের বিবর্তন যেন রোমাঞ্চকর এক দলিল, দেখুন ছবিতে
আইসিসি লিখেছে, “ভারত সমস্যায় পড়েছিল সেই সময়। মনে হচ্ছিল মাত্র আট বলে ২৮ রান দরকার ছিল। হারিস রউফ ভাল বোলিং করছিলেন। নিজের চতুর্থ ওভারে তাঁর আর দুবল বাকি ছিল। তখন পর্যন্ত রউফ তাঁর স্পেলে মাত্র ২৪ রান দিয়েছিলেন। তখন কোহলির দুটো ছক্কা ম্যাচ ঘুরিয়ে দেয়।"
বাংলা খবর/ খবর/খেলা/
কোহলির সেই ছক্কা 'গ্রেটেস্ট টি২০ শট অফ অল টাইম', বিরাট ঘোষণা আইসিসির
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement