'আপনি কি সারা আলি খানকে ডেট করছেন?' এতদিনে খোলামেলা জবাব শুভমান গিলের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sara Ali Khan-Shubhman Gill: সারা আলি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শুভমান গিল? নিজেই জানালেন বড় সত্যিটা।
#মুম্বই: বলিউড এবং ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক আজকের নয়, অনেক পুরনো। এখন এই সংযোগ জোরদার করতে আরও দুটি নাম যুক্ত হচ্ছে।সেই দুটি নাম সারা আলি খান এবং শুভমান গিল-এর। সারা এবং শুভমানের সম্পর্কের গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই বাজারে ঘুরছে। সারা এবং শুভমান গিলকে প্রথম ফ্লাইটে এবং তার পর ডিনার ডেটে একসঙ্গে দেখা গিয়েছিল।
লোকজন বলছেন, সারা আলি খান এবং শুভমান গিল একে অপরকে ডেট করছেন। ভারতীয় ক্রিকেটার শুভমান গিল সম্প্রতি প্রীতি সিমোস এবং নীতি সিমোসের চ্যাট শো 'দিল দিয়া গল্লায়'-এ হাজির হয়েছিলেন। এই চ্যাট শোতে শুভমন গিলকে যখন সারা আলি খানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি এমন একটি কথা বলেছেন, যা অনেকে বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। তিনি কি সত্যিই সারা ডেট করছেন! উত্তরটা শুভমান নিজেই দিয়েছেন এই শো-তে।
advertisement
আরও পড়ুন- কাল দল রাখবে না জানিয়েছিল, অবসর নেওয়া Kieron Pollard এবার মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ
ওই শোতে শুভমান গিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কোন বলিউড নায়িকাকে সবচেয়ে উপযুক্ত মনে করেন! তখন তিনি উত্তরে সারা আলি খানের নাম নেন। এর পর শুভমান গিলকে ডেটিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'হয়তো...' শুভমন এত কথা বলার পরই অ্যাঙ্কররা সারার সঙ্গে ডেটিং-এর পুরো সত্যিটা জানাতে বলেন। এরপর ক্রিকেটার মজা করে বলেন- আমি সব কথা বলেছি...হয়তো আর হয়তো না...' তার পর হাসতে শউরু করেন ক্রিকেটার।
advertisement
advertisement
আরও পড়ুন- ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ স্কোলারি-র বড় ঘোষণা! চমকে দিলেন ফুটবল বিশ্বকে
শুভমানের এমন স্বীকারোক্তির পরই অনেকে মনে করছেন, সত্যিই হয়তো তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সারা আলি খান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 5:28 PM IST