কাল দল রাখবে না জানিয়েছিল, অবসর নেওয়া Kieron Pollard এবার মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সোমবারই জানা গিয়েছিল এবারে আর কাইরন পোলার্ডকে রিটেন করবে না মুম্বই ইন্ডিয়ান্স আর মঙ্গলবার সকালেই বিবৃতি দিয়ে নিজের মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগের কথা জানিয়ে দেন পোলার্ড৷
#মুম্বই: কাইরন পোলার্ড- নামটা বলা মাত্রই আইপিএল প্রেমীদের চোখটা চকচক করে ওঠে৷ কারণ তিনি আইপিএলের ইতিহাসে লেজেন্ড৷ মুম্বই ইন্ডিয়ান্স ২০০৯ সালে একটি গোপন বিডিংয়ে তুলে নিয়েছিল৷ তিনি নিজে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন
"Once an MI always an MI." অর্থাৎ ‘‘একবার যে মুম্বই ইন্ডিয়ান্স সবসময়েই সে মুম্বই ইন্ডিয়ান্স৷ তিনি আরও বলেছেন, এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল না, আমি আরও কয়েক বছর খেলতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝি এই অভাবনীয় ফ্রাঞ্চাইজি যারা এত কিছু পেয়েছে তাদের ট্রানজিশন প্রয়োজন৷ আমি যদি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য যদি খেলতে না পারি তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষেও খেলতে পারি না৷’’
advertisement
💙 #OneFamily @mipaltan pic.twitter.com/4mDVKT3eu6
— Kieron Pollard (@KieronPollard55) November 15, 2022
advertisement
সোমবারই জানা গিয়েছিল এবারে আর কাইরন পোলার্ডকে রিটেন করবে না মুম্বই ইন্ডিয়ান্স আর মঙ্গলবার সকালেই বিবৃতি দিয়ে নিজের মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগের কথা জানিয়ে দেন পোলার্ড৷
advertisement
ফ্রাঞ্চাইজি এদিকে জানিয়েছে কাইরন পোলার্ড দলের সঙ্গে থাকবেন ব্যাটিং কোচ হিসেবে৷ এমআই এমিরেটসের হয়ে তিনি প্লেয়ার হিসেবেই থাকবেন৷ এমআই এমিরেটস মুম্বইয়েরই ইউএই লিগে একটি শাখা৷
পোলার্ড বিভিন্ন মরশুম মিলিয়ে ৯ টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন৷ গত বছর মুম্বই ইন্ডিয়ান্স ৬ কোটি টাকা দিয়ে কাইরন পোলার্ডকে রিটেন করেছিল৷ ১১ ম্যাচে অবশ্য ১৪৪ রান করেছেন৷
advertisement
‘‘মরশুম ৩ থেকে আনন্দ ভাগ করে নিয়েছি, ঘাম , কান্নাও ভাগ করে নিয়েছি৷ সেই আবেগপ্রবণ মুহূর্ত গুলি সারা জীবন থাকবে৷ মুম্বই ইন্ডিয়ান্সে তিনি গুরুত্বপূর্ণ রোল পালন করলেন৷ তিনি পাঁচটি আইপিএলে এবং চ্যাম্পিয়ন্স লিদ ট্রফি জয়ী দলের অংশীদার ছিলেন৷
‘‘আমরা মুম্বইয়ের জার্সিতে ওঁর ম্যাজিক দেখেছি৷ আমরা খুশি উনি মুম্বই এমিরেটসের হয়ে খেলবনে৷ তরুণ ক্রিকেটারদের মেন্টর হবেন৷ তাঁর নতুন জার্নি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁকে আরও সাফল্য এনে দিক৷ আমি তাঁকে শুভেচ্ছা জানাই ’’ বলেছেন নীতা আম্বানি৷
advertisement
আকাশ আম্বানি বলেছেন, ‘‘পলি তাঁর পিছনে বিশাল ঐতিহ্য ছেড়ে গিয়েছিল যা মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ারদের নিয়ে যেতে হবে৷ ও যতবার মাঠে নামত ফ্যানরা ওর জন্য গলা ফাটাত৷ মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের তিনি গুরুত্পূর্ণ সদস্য, খুব ভাল বন্ধু৷ তিনি দারুণ পারফরম্যান্স ও প্যাশন দিয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পারফর্ম করেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 4:42 PM IST