Big News: ভারতীয় ক্রিকেটের বড় বদল, আইপিএল থেকে অবসর নিয়ে টি টোয়েন্টির ডিরেক্টর ধোনি

Last Updated:

আইসিসি ইভেন্টে একের পর এক ফ্লপ শো ,তাই এবার যিনি একের পর এক আইসিসি ট্রফি জিতেছেন তাঁর জন্য দরজা খুলতে চলছে?

MS Dhoni might be appointed as director of t20 cricket, says bcci source
MS Dhoni might be appointed as director of t20 cricket, says bcci source
#মুম্বই: এমএস ধোনি টি টোয়েন্টি ক্রিকেটের ডিরেক্টর? আইসিসি ইভেন্টে একের পর এক ফ্লপ শো ,তাই এবার যিনি একের পর এক আইসিসি ট্রফি জিতেছেন তাঁর জন্য দরজা খুলতে চলছে?
অস্ট্রেলিয়ায় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে অভিযান শেষ হয়ে যাওয়ার পর এবার মহেন্দ্র সিং ধোনির দরজায় কড়া নাড়তে চলেছে বোর্ড৷ টি টোয়েন্টি ক্রিকেটে বড় দায়িত্ব পেতে পারেন ধোনি৷ বিসিসিআই সূত্রের খবর মহেন্দ্র সিং ধোনিকে স্থায়ীভাবে ভারতীয় ক্রিকেটের জন্য চাইছে বিসিসিআই৷
advertisement
advertisement
টেলিগ্রাফের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ৩ টি ফর্ম্যাটের জন্য দলকে তৈরি করা রাহুল দ্রাবিড়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে চলেছে৷ তাই বিসিসিআই চাইছে তাঁর  দায়িত্ব আরও একটু লাঘব করতে৷ তাই ভারতীয় বোর্ড চা ইছে মহেন্দ্র সিং ধোনির স্কিল  ব্যবহার করতে৷ এই বিষয়টি নিয়ে আগামী মাসের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হবে৷ তারপরেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
advertisement
এমএস ধোনি টি টোয়েন্টি ক্রিকেটের ডিরেক্টর
ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপের ২০২১ এ সংযুক্ত আরব আমিরশাহিতে দলকে দেখেছিলেন অন্তর্বতীকালীন অধিনায়ক হিসেবে৷ কিন্তু মাত্র সপ্তাহ খানেক আগে থেকে এই দায়িত্ব খুব একটা ভাল ফল দেয়নি৷ কিন্ত বিসিসিআই মনে করছে যদি তাঁকে বড় ও দীর্ঘমেয়াদী রোল দেওয়া হয় তাহলে টি টোয়েন্টিতে উন্নতি করতে পারবে ভারত৷
advertisement
রিপোর্ট অনুযায়ী ধোনি সামনের বছরের আইপিএল খেলার পর আইপিএল থেকে সন্ন্যাস নেবেন৷ এরপরেই বিসিসিআই তাঁর এক্সপিরিয়েন্সকে টেকনিক্যালি ব্যবহার করতে চাইছে৷ দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টির জন্য দলকে স্পেশালাইজ করতে পারবেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Big News: ভারতীয় ক্রিকেটের বড় বদল, আইপিএল থেকে অবসর নিয়ে টি টোয়েন্টির ডিরেক্টর ধোনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement