ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ স্কোলারি-র বড় ঘোষণা! চমকে দিলেন ফুটবল বিশ্বকে

Last Updated:
Luiz Felipe Scolari: পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো ঘোষণা করলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ স্কোলারি।
1/6
আর কোচিং করাবেন না ‘বিগ ফিল’। লুই ফিলিপ স্কোলারি কোচিং থেকে অবসর নিলেন।
আর কোচিং করাবেন না ‘বিগ ফিল’। লুই ফিলিপ স্কোলারি কোচিং থেকে অবসর নিলেন।
advertisement
2/6
পেশাদার ফুটবলে কোচ হিসেবে ২৭টি শিরোপা জিতেছেন ব্রাজিলের প্রাক্তন কোচ।
পেশাদার ফুটবলে কোচ হিসেবে ২৭টি শিরোপা জিতেছেন ব্রাজিলের প্রাক্তন কোচ।
advertisement
3/6
মে মাসে ব্রাজিলের সিরি ‘আ’ দল আথলেতিকো পারানায়েনসের কোচিং-এর দায়িত্ব নিয়েছিলেন ৭৪ বছর বয়সী স্কোলারি।
মে মাসে ব্রাজিলের সিরি ‘আ’ দল আথলেতিকো পারানায়েনসের কোচিং-এর দায়িত্ব নিয়েছিলেন ৭৪ বছর বয়সী স্কোলারি।
advertisement
4/6
পয়েন্ট টেবিলের ছয়ে থেকে মরশুম শেষ করল আথলেতিকো পারানায়েনস। শেষ ম্যাচে বোটোফোগোকে ৩–০ গোলে হারিয়েছে স্কোলারির দল।
পয়েন্ট টেবিলের ছয়ে থেকে মরশুম শেষ করল আথলেতিকো পারানায়েনস। শেষ ম্যাচে বোটোফোগোকে ৩–০ গোলে হারিয়েছে স্কোলারির দল।
advertisement
5/6
২০০২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের কোচ ছিলেন স্কোলারি। সেই দলের অধিনায়ক কাফু কিছুদিন আগেই ঘুরে গেলেন কলকাতায়।
২০০২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের কোচ ছিলেন স্কোলারি। সেই দলের অধিনায়ক কাফু কিছুদিন আগেই ঘুরে গেলেন কলকাতায়।
advertisement
6/6
পেশাদার কোচিং কেরিয়ারে ১৮টি ক্লাবের কোচিং করিয়েছিলেন স্কোলারি। পর্তুগাল (২০০৬) ও ব্রাজিলকে (২০১৪) বিশ্বকাপ সেমিফাইনালেও তুলেছিলেন তিনি। পেশাদার কোচ হিসেবে ১ হাজার ৭০০ ম্যাচে কোচিং করিয়েছেন তিনি। জিতেছেন ৮০০টি ম্যাচ।
পেশাদার কোচিং কেরিয়ারে ১৮টি ক্লাবের কোচিং করিয়েছিলেন স্কোলারি। পর্তুগাল (২০০৬) ও ব্রাজিলকে (২০১৪) বিশ্বকাপ সেমিফাইনালেও তুলেছিলেন তিনি। পেশাদার কোচ হিসেবে ১ হাজার ৭০০ ম্যাচে কোচিং করিয়েছেন তিনি। জিতেছেন ৮০০টি ম্যাচ।
advertisement
advertisement
advertisement