Virat Kohli: আহমেদাবাদে শাপমোচন, কোহলির ব্যাটে ফের শতরান, এ এক অন্য বিরাট

Last Updated:

বাংলাদেশের বিরুদ্ধে  ভারতের প্রথম ডে নাইট পিঙ্ক বল টেস্টে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি৷

আহমেদাবাদে বিরাট কোহলি- Photo- AP
আহমেদাবাদে বিরাট কোহলি- Photo- AP
আহমেদাবাদ: লম্বা খরার অবসান শেষে হল বৃষ্টি৷ রানের বৃষ্টি৷ বিরাট কোহলি শনিবার দিন আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে ১৪ মাসের অর্ধশতরানের খরা কাটিয়েছিলেন৷ আর রবিবার দিন শতরান এল ২০১৯-র ২২ নভেম্বরের পর৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর তাঁর ব্যাটে ফের জ্বলওয়া, কিং কোহলি ইজ ব্যাক৷
বিরাট কোহলি রবিবার শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার দিয়ে৷  এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধৈর্য্য ধরে নিজের শতরানের দিকে এগিয়েছেন কোহলি৷ কিং কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷ এদিন টেস্টে নিজের ২৮ তম শতরান করে নিলেন বিরাট কোহলি৷
বাংলাদেশের বিরুদ্ধে  ভারতের প্রথম ডে নাইট পিঙ্ক বল টেস্টে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি৷ প্রথম ইনিংসে বাংলাদেশকে ১০৬ রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় দল প্রথম ইনিংসে ম্যামথ ৩৪৭ রান করেছিল, তারপর ইনিংস ডিক্লেয়ার দেওয়া হয়েছিল৷
advertisement
advertisement
সেই সময়ে দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলি প্রথম ইনিংসের একমাত্র সেঞ্চুরি করা ব্যাটসম্যান ছিলেন৷ চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে অর্ধশতরান করেছিলেন৷
advertisement
কোহলির সেই ক্লাসিক শতরান সাজানো ছিল ১৮ টি বাউন্ডারি দিয়ে৷ ২৭ তম শতরানের সেই ইনিংসে তাঁকে আউট করেন এবাদত হোসেন৷ কিন্তু তারপর থেকে যেন ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ আর সেই শতরানের খরাতে ফুলস্টপ এল আহমেদাবাদে৷
শনিবার বিরাট কোহলি নিজের ২৯ তম অর্ধশতরান করেছিলেন৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অর্ধশতরানে ফেরার জন্যেও কোহলির অপেক্ষাটা ছিল লম্বা৷ ২০২২ সালের জানুয়ারি মাসে সেই সময়ের ভারত অধিনায়ক অর্ধশতরান করেছিলেন নিউল্যান্ডসে কেপটাউনে৷ প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা৷ কোহলি সেই সময়ে ২০১ বলে ৭৯ রান করেছিলেন৷  ১২ টি চার ও ১ টি চার ছিল সেদিনের সেই অর্ধ শতরানে৷
advertisement
সেখান থেকে কোহলির স্কোর ছিল ২৯, ৪৫, ২৩, ১৩, ১১, ২০, ১, ১৯(নট আউট), ২১, ১, ১২, ৪৪, ২০, ২২, এবং ১৩৷  অভিজ্ঞ এই ক্রিকেটার ১৫ ইনিংসে একটি অর্ধশতরানও করে উঠতে পারেননি৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে কোহলির শাপমোচনের হাতছানি নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিলেন৷ যদিও তাঁর ইনিংসে আউটের আবেদন হলেও আম্পায়র অস্বীকার করেন এবং তারই সুবিধা কাজে লাগচ্ছেন বিরাট কোহলি।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: আহমেদাবাদে শাপমোচন, কোহলির ব্যাটে ফের শতরান, এ এক অন্য বিরাট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement