Virat Kohli: আহমেদাবাদে শাপমোচন, কোহলির ব্যাটে ফের শতরান, এ এক অন্য বিরাট
- Published by:Debalina Datta
Last Updated:
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ডে নাইট পিঙ্ক বল টেস্টে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি৷
আহমেদাবাদ: লম্বা খরার অবসান শেষে হল বৃষ্টি৷ রানের বৃষ্টি৷ বিরাট কোহলি শনিবার দিন আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে ১৪ মাসের অর্ধশতরানের খরা কাটিয়েছিলেন৷ আর রবিবার দিন শতরান এল ২০১৯-র ২২ নভেম্বরের পর৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর তাঁর ব্যাটে ফের জ্বলওয়া, কিং কোহলি ইজ ব্যাক৷
বিরাট কোহলি রবিবার শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার দিয়ে৷ এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধৈর্য্য ধরে নিজের শতরানের দিকে এগিয়েছেন কোহলি৷ কিং কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷ এদিন টেস্টে নিজের ২৮ তম শতরান করে নিলেন বিরাট কোহলি৷
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ডে নাইট পিঙ্ক বল টেস্টে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি৷ প্রথম ইনিংসে বাংলাদেশকে ১০৬ রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় দল প্রথম ইনিংসে ম্যামথ ৩৪৭ রান করেছিল, তারপর ইনিংস ডিক্লেয়ার দেওয়া হয়েছিল৷
advertisement
advertisement
আরও পড়ুন - Paschim Medinipur News: চলছিল দুপুরের রান্না, হঠাৎ শুরু হল গ্যাস লিক, দাউদাউ আগুন, তারপর...
সেই সময়ে দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলি প্রথম ইনিংসের একমাত্র সেঞ্চুরি করা ব্যাটসম্যান ছিলেন৷ চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে অর্ধশতরান করেছিলেন৷
advertisement
কোহলির সেই ক্লাসিক শতরান সাজানো ছিল ১৮ টি বাউন্ডারি দিয়ে৷ ২৭ তম শতরানের সেই ইনিংসে তাঁকে আউট করেন এবাদত হোসেন৷ কিন্তু তারপর থেকে যেন ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ আর সেই শতরানের খরাতে ফুলস্টপ এল আহমেদাবাদে৷
শনিবার বিরাট কোহলি নিজের ২৯ তম অর্ধশতরান করেছিলেন৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অর্ধশতরানে ফেরার জন্যেও কোহলির অপেক্ষাটা ছিল লম্বা৷ ২০২২ সালের জানুয়ারি মাসে সেই সময়ের ভারত অধিনায়ক অর্ধশতরান করেছিলেন নিউল্যান্ডসে কেপটাউনে৷ প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা৷ কোহলি সেই সময়ে ২০১ বলে ৭৯ রান করেছিলেন৷ ১২ টি চার ও ১ টি চার ছিল সেদিনের সেই অর্ধ শতরানে৷
advertisement
সেখান থেকে কোহলির স্কোর ছিল ২৯, ৪৫, ২৩, ১৩, ১১, ২০, ১, ১৯(নট আউট), ২১, ১, ১২, ৪৪, ২০, ২২, এবং ১৩৷ অভিজ্ঞ এই ক্রিকেটার ১৫ ইনিংসে একটি অর্ধশতরানও করে উঠতে পারেননি৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে কোহলির শাপমোচনের হাতছানি নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিলেন৷ যদিও তাঁর ইনিংসে আউটের আবেদন হলেও আম্পায়র অস্বীকার করেন এবং তারই সুবিধা কাজে লাগচ্ছেন বিরাট কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 12:43 PM IST