হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
চলছিল দুপুরের রান্না, হঠাৎ শুরু হল গ্যাস লিক, দাউদাউ আগুন, তারপর...

Paschim Medinipur News: চলছিল দুপুরের রান্না, হঠাৎ শুরু হল গ্যাস লিক, দাউদাউ আগুন, তারপর...

X
আগুনে [object Object]

গ্যাস লিক করে বাড়িতে আগুন, আগুন লাগল গৃহবধূর গায়ে, স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত স্বামী

  • Share this:

পশ্চিম মেদিনীপুর: রান্না করার সময় গ্যাসের পাইপ লিক করে আগুনে পুড়ে জখম গৃহবধূ , স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ স্বামী।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুশবন এলাকায়, জানা যায় ওই এলাকার গৃহবধূ ভারতী ঘোষ রবিবার রান্না করার সময় হঠাৎই গ্যাসের পাইপ লিক করে আগুন ধরে যায়, আগুনে পুড়ে যায় গৃহবধুর হাত এবং শরীরের অন্যান্য অংশ৷

আরও পড়ুন -  Howrah News: মাছ ধরার সময় জালে পড়ল তিনটি কচ্ছপ, পরিবেশকর্মীদের তৎপরতায় উদ্ধার

তখন বাড়িতেই ছিল তার স্বামী তুষার ঘোষ তিনি তখন তাঁর স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে নিজেও আগুনে পুড়ে জখম হন, স্থানীয় মানুষজন তাদের দুজনকেই উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসে ঘাটাল মহকুমা হাসপাতালে, দুজনেই ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Sukanata Chakravarty

Published by:Debalina Datta
First published:

Tags: Hospital, Paschim medinipur