Howrah News: মাছ ধরার সময় জালে পড়ল তিনটি কচ্ছপ, পরিবেশকর্মীদের তৎপরতায় উদ্ধার

Last Updated:

পরিবেশ কর্মী ও শিক্ষকের তৎপরতায় প্রাণ বাঁচল তিন কচ্ছপের, একটি জলাশয় মাছ ধরার সময় উঠে আসে তিনটি কচ্ছপ, তাদের থেকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয় 

কচ্ছপ উদ্ধার
কচ্ছপ উদ্ধার
হাওড়া: পরিবেশ কর্মী ও শিক্ষকের তৎপরতায় প্রাণ বাঁচল তিন কচ্ছপের। জগৎবল্লভপুরের পরিবেশ কর্মী ও পাঁতিহাল দামোদর ইনস্টিটিউশনের বাংলা বিভাগের শিক্ষক তাপস সিনহা শনিবার সকালে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনিটের সমন্বয়ক সৌরভ দত্তের সঙ্গে যোগাযোগ করেন। তাপস বাবু বলেন "তিনটি কচ্ছপ উত্তর মাজু হাটবলরামপুরের সিং পাড়ায় রয়েছে। যদি বন দফতর এসে উদ্ধার করে ভাল হয়।"
খবরটি পাওয়ার পর সেই মতো পরিবেশকর্মী দ্রুত সৌরভ দত্ত ঘটনাস্থলে যান ও তিনটি ফ্ল্যাপসেল কচ্ছপ উদ্ধার করেন। কচ্ছপগুলির ওজন মোটামুটি দেড়থেকে দু কেজি। রাকেশ সিংহ, কৃষাণু সিংহ, অরুণ সিংহ ,ও রাহুল সিংহ এরা চারজন কান্দুয়ার মাঠে মাছ ধরার জন্য বিল সেঁচতে গিয়ে তিনটি কচ্ছপ দেখতে পান। সেই কচ্ছপগুলি বাড়িতে নিয়ে এসেছিলেন।
advertisement
advertisement
সে খবর পাওয়ার পর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনিটের সমন্বয়ক সৌরভ দত্ত। সৌরভ যোগাযোগ করেন হাওড়া আরবাণ রেঞ্জের ফরেস্ট অফিসার নির্মল মণ্ডলের সাথে। এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কচ্ছপ তিনটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা।
advertisement
এই তিনটি কচ্ছপের মধ্যে একটি কচ্ছপের দেহে কিছুটা ক্ষতচিহ্ন রয়েছে। সৌরভ দত্ত বলেন-- "মাজুতে বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ে ক্রমশ সচেতনতা বাড়ছে। বন্যপ্রাণী যেমন হত্যা প্রায় বন্ধই অন্যদিকে বন্যপ্রাণীদের প্রাণ রক্ষা করতে বহু অংশে সাধারণ মানুষ এগিয়ে আসছেন। এর মধ্যে এই ঘটনাটি একটি দৃষ্টান্ত স্থাপন করল। সৌরভ জানায়, আশা করি কচ্ছপ গুলিকে বন দফতর নিশ্চয়ই উন্মুক্ত জলাশয়ে পুর্নবাসন করবে।"
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মাছ ধরার সময় জালে পড়ল তিনটি কচ্ছপ, পরিবেশকর্মীদের তৎপরতায় উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement