#কলকাতা: বিরাট কোহলি জানেন ম্যাচ কী করে পরিচালনা করা হয়৷ দলের জন্য তিনি যা খুশি দিতে পারেন, সবকিছু করতে পারেন৷ কোহলি ৷ তবে কতটা মহান ক্রিকেটার তিনি তার ধারণা পাওয়া যাবে না যদি না প্লেয়ারদের ড্রেসিংরুমের সিক্রেট গল্প না জানতে পারেন৷ তরুণ ক্রিকেটারদের তিনি এতটা মোটিভেট করতে পারেন তা না বললে কেউ বিশ্বাস করবেন না৷ বিরাট কোহলি দেখেন তরুণ ক্রিকেটররা নিজের জায়গা থেকে আরও অনেকটা বড় লাফ দিতে পারেন৷ গাইড , মেন্টর, ক্যাপ্টেন সব হিসেবে তিনি একেবারে নেতৃত্ব দেন তরুণ তুর্কিদের৷ কোহলি জানেন কাকে কি বললে তাঁর থেকে সেরাটা বার করে আনতে পারবেন৷ এখন তিনি আর আরসিবি-র অধিনায়ক নেই, কিন্তু তিনি এমন একটা দ্বিতীয় ১১ তৈরি করে ফেলেছেন যাঁরা যে কোনও আন্তর্জাতিক ক্রিকেট টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন৷
ভারতীয় দলের ক্রিকেটার হোক বা আইপিএলের কোহলি কোনওদিন তরুণ ক্রিকেটারদের সুযোগ ও পারফর্ম করার প্ল্যাটফর্ম দিতে পিছপা হন না৷ এরকমই এক গল্প জানিয়েছেন আরসিবি-র দেবদত্ত পাডিক্কাল৷ ২০২০ তে অধিনায়ক বিরাট কোহলি তাঁর ওপর আস্থা রেখেছিলেন আর তার ফল স্বরূপ তিনি ৪৭৩ রান করেছিলেন৷ তিনি দ্বিতীয় ব্যাটসম্যান ছিলেন যিনি আইপিএলের আত্মপ্রকাশের বছরেই ৪০০-র বেশি রান করলেন৷
আরও পড়ুন - IPL 2022: হাতে ধরা দীনেশ কার্তিকের ক্যাচ, তারপরে ধাঁই করে মাঠে পড়ে গেলেন জাদেজা, কেন?
দেবদত্ত পাডিক্কা ২০২১ সালেও ধারা বজায় রেখে ৪১১ রান করেন এবং তাতে ছিল আইপিএল সেঞ্চুরি৷ আরসিবি-র তরুণ তুর্কি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০১ রান করেছিলেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ উইকেটে জিতেছিল৷ ম্যাচের পর বিরাট কোহলির কাজে অবাক হয়ে গিয়েছিলেন আরসিবি-র তরুণ পারফরমার৷
আরও পড়ুন - EMI Hike: মাথায় হাত! অগাস্ট থেকে বাড়তে পারে আপনার লোনের EMI, কী ভাবছে আরবিআই
দেবদত্ত পাডিক্কাল বলেছেন, ‘‘একটা জিনিস আমার পরিষ্কার মনে রয়েছে বিরাট কোহলিকে ক্যামেরা ফলো করছিল৷ তিনি ক্যামেরাম্যানকে বললেন ওঁর কাছে যাও (দেবদত্ত)৷ ও আজকের প্রধান খেলোয়াড়৷’’ দেবদত্ত পাডিক্কালের সরল স্বীকারোক্তি আজও ওই কথাগুলো মনে করলে দারুণ অনুভূতি হয়৷ রেড বুলস গ্রেটনেস স্টার্টস হিয়ার অনুষ্ঠানে কথা বলার সময় অকপট ভাবে জানিয়েছেন তিনি৷ ভিডিও শেয়ার করেছে ক্রিকট্র্যাকার৷
তিনি আরও বলেন, ‘‘আমি ওই দিনটার বিষয়ে প্রায় সব মনে করতে পারি৷ আমি জীবনে ভাবিনি ২০ বছরে এটা হবে৷ আমি আইপিএলে শতরান করতে পারব৷ তাও আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ এত ইতিহাস আছে এই মাঠের সঙ্গে৷ বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং আরও ক্রিকেটাররা যা করেছেন অবিশ্বাস্য৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Virat Kohli