IPL 2022: হাতে ধরা দীনেশ কার্তিকের ক্যাচ, তারপরে ধাঁই করে মাঠে পড়ে গেলেন জাদেজা, কেন?

Last Updated:

জাদেজা এদিনের জয়ের পর তাঁর প্রথম জয় উৎসর্গ করেন স্ত্রীকে৷ ম্যাচের শেষে কথা বলার সময় সিএসকে অধিনায়ক বলেন, ‘‘প্রথমেই অধিনায়ক হিসেবে এটা প্রথম জয়৷ আমি এই জয় আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই কারণ প্রথম জয় সবসময়েই স্পেশাল৷’’

Ravindra jadeja's celebration after taking catch of on song karthik viral video- Photo Courtesy- Twitter/Video Grab
Ravindra jadeja's celebration after taking catch of on song karthik viral video- Photo Courtesy- Twitter/Video Grab
#মুম্বই: চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সিএসকে বনাম আরসিবি -দক্ষিণী ডার্বিতে নিয়ে নেন দীনেশ কার্তিকের (Dinesh Karthik ) ক্যাচ৷  আইপিএল ২০২২ - প্রথম জয় পেল সিএসকে৷ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এদিন দুরন্ত জয় পেল সিএসকে৷ আর অধিনায়ক রবীন্দ্র জাদেজার শাপমোচন হল৷ দীনেশ কার্তিক হতে পারেন গেমচেঞ্জার আর সেই কার্তিকের ক্যাচ ধরে নিয়ে নেন আর স্বস্তিতে মাঠেই ফ্রি ফল করে শুয়ে পড়েন৷
সিএসকে (CSK) অধিনায়ক মাঠে  ক্যাচ নিয়ে একেবার ধড়াম করে পড়ে যান৷ আর সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যেতে এক মুহূর্তও সময় নেয়নি৷ আসলে এই পড়ে যাওয়াটা ক্যাচ ধরার সেলিব্রেশনের অঙ্গ ছিল৷
advertisement
advertisement
দেখে নিন ক্যাচ ধরার পড় রবীন্দ্র জাদেজার আজব সেলিব্রেশনের ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
এই ম্যাচ জিতে সিএসকে চার ম্যাচে হারের পর এবারের আইপিএলে প্রথম জয় পেল৷ পাশাপাশি অধিনায়ক রবীন্দ্র জাদেজার অধিনায়ক হওয়ার পর প্রথম জয়৷
advertisement
জাদেজা এদিনের জয়ের পর তাঁর প্রথম জয় উৎসর্গ করেন স্ত্রীকে৷ ম্যাচের শেষে কথা বলার সময় সিএসকে অধিনায়ক বলেন, ‘‘প্রথমেই অধিনায়ক হিসেবে এটা প্রথম জয়৷ আমি এই জয় আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই কারণ প্রথম জয় সবসময়েই স্পেশাল৷ গত চার ম্যাচে আমরা জয়ের লাইন ক্রস করতে পারিনি৷ কিন্তু একটা দল হিসেবে আমরা ভাল৷’’
advertisement
তিনি সিএসকে ব্যাটসম্যান রবিন উত্থাপ্পা এবং শিভম দুবের দুর্দান্ত ইনিংসের জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন৷ তাঁরা দুজনে যথাক্রমে ৮৮, ৯৫ রান করেন৷ তাঁদের ব্যাটে ভর দিয়েই ২০ ওভারে ৪ উইকেটে ২১৬ করে সিএসকে৷ হসরঙ্গা আরসিবি-র জন্য ২ উইকেট নেন৷
আরসিবি ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৯৩ রান করতে পারে৷ রবীন্দ্র জাদেজা ম্যাচে ৩ উইকেট নিয়েছেন৷ এছাড়া মহেশ তিখাসানা সিএসকে ব্রিগেডের হয়ে ৪ উইকেট নেন৷ কার্তিককে এদিনের ম্যাচে ভয়ঙ্কর মনে হচ্ছিল৷ জাদেজা প্রচণ্ড চাপের মুহূর্তে এক দুরন্ত ক্যাচ ধরে ম্যাচে স্বস্তি ফেরান৷ শিভম দুবে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: হাতে ধরা দীনেশ কার্তিকের ক্যাচ, তারপরে ধাঁই করে মাঠে পড়ে গেলেন জাদেজা, কেন?
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement