RRB Group D Recruitment: গ্রুপ ডি-র পরীক্ষায় বড়সড় পরিবর্তন আনল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

Last Updated:

Job Vacancy: আরআরবি-র বিজ্ঞপ্তি অনুসারে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)-র দ্বিতীয় পর্যায় বাদ দিয়ে এখন থেকে শুধুমাত্র একটি অর্থাৎ একক পর্যায়েই সিবিটি-র পরীক্ষা নেওয়া হবে।

Job Vacancy: rrb group d recruitment
Job Vacancy: rrb group d recruitment
#নয়াদিল্লি: আরআরবি গ্রাউন্ড ডি ২০২২ চলতি বর্ষের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রক্রিয়ায় বেশ বড় রকমের পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে।
সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নং RRC-01/2019 অনুসারে পূর্বের তালিকাভুক্ত বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। গত ৭ এপ্রিল, ২০২২ তারিখে এক বিজ্ঞপ্তিতে অর্থনৈতিক ভাবে অনগ্রসর বিভাগের সংরক্ষণ, মাল্টি-সেশনাল পেপারের মার্কস নর্মালাইজেশন, প্রার্থীদের পছন্দের পদ নির্বাচন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মতো পরীক্ষার বিভিন্ন দিকগুলিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে।
আরআরবি-র বিজ্ঞপ্তি অনুসারে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)-র দ্বিতীয় পর্যায় বাদ দিয়ে এখন থেকে শুধুমাত্র একটি অর্থাৎ একক পর্যায়েই সিবিটি-র পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও, অর্থনৈতিকভাবে অনগ্রসর বিভাগের প্রার্থীরা এখন থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিজেদের সার্টিফিকেট দেখাতে পারবেন। শুধু তা-ই নয়, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা প্রার্থীদের সংখ্য়ায়ও বদল আনা হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি (CBT) এবং শারীরিক দক্ষতার পরীক্ষায় (PET) যোগ্যতা অর্জনের পরে শূন্য পদের সংখ্যার তুলনায় প্রায় ১.৫ গুণ বা পাঁচ শতাংশ বেশি সংখ্যক প্রার্থীদের ডাকা হতো। আরআরবির বর্তমান ঘোষণা অনুযায়ী এখন সিদ্ধান্ত হয়েছে যে, বিজ্ঞাপনে যে শূন্য পদের সংখ্যা দেওয়া হয়েছে, সেই সংখ্যক প্রার্থীকেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পার্সেন্টাইল-ভিত্তিক পদ্ধতির উপরেই নির্ভর করে নম্বর দেওয়া হবে। তবে যদি দুই বা তার বেশি প্রার্থী একই পার্সেন্টাইল নম্বর পান, তাহলে সেক্ষেত্রে বয়সের ভিত্তিতেই তাঁদের যোগ্যতার মানদণ্ড বিচার করা হবে। এর অর্থ হল, এক জন বেশি বয়সের প্রার্থী উপস্থিত থাকলে তাঁকে ভেরিফিকেশন ও তালিকা প্রস্তুতির সময় উপরের দিকে রাখা হবে। আবার এক্ষেত্রে প্রার্থীরা সমবয়সী হলে টাইব্রেকার হিসেবে কাজ করবে তাঁদের নামের আদ্যক্ষরের বর্ণমালা।
advertisement
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা ও নির্বাচন পদ্ধতি ছাড়াও পরিবর্তন এনেছে পদের নামেও। নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে এই অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান পদটিকে ‘পয়েন্টসম্যান’ নামে চিহ্নিত করা হবে। আরআরবি গ্রুপ ডি পরীক্ষা চলতি বছরের জুলাই মাস থেকে অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
RRB Group D Recruitment: গ্রুপ ডি-র পরীক্ষায় বড়সড় পরিবর্তন আনল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement