T20 World Cup 2024: খেলবে আমেরিকা-ওয়েস্টইন্ডিজ, থাকছে নানা নিয়মকানুন, জানুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) ওয়েস্টইন্ডিজ এবং আমেরিকা বিনা ম্যাচ খেলেই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করে ফেলেছে৷
#কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ২০২৪ সালে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক নিয়ম পরিষ্কার করে দিয়েছে৷ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) ওয়েস্টইন্ডিজ এবং আমেরিকা বিনা ম্যাচ খেলেই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করে ফেলেছে৷ আয়োজক হওয়ার কারণে তাঁরা সরাসরি খেলার সুযোগ পাচ্ছে৷ রবিবার দুবাইতে আইসিসি-র বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে৷ এই প্রথমবার গ্লোবাল টুর্নামেন্টে ২০ টি দলকে জায়গা দেওয়া হয়েছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ (T20 World Cup 2022) অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে৷ এতে মোট ১৬ দল সামিল হচ্ছে৷
ক্রিকইনফোর খবর অনুযায়ি ২০ দলের মধ্যে ১২ দল টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে৷ এতে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে টপ ৮ টি দল ছাড়া ২ টি আয়োজক দেশ অন্তর্ভুক্ত হবে৷ অন্য দুই দল কারা হবে তা এই বছরের ১৪ নভেম্বর টপ ক্রমতালিকায় থাকা দলের ভিত্তিতে হবে৷ অর্থাৎ ১০ দল ছাড়া টপ ২ দল এতে জায়গা পাবে৷ আমেরিকার দল প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে৷ এখন তারা আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য৷
advertisement
আরও পড়ুন - IPL 2022: দড়াম করে বাউন্সার লাগল হেলমেটে, ছুটে এল শ্রেয়স আইয়ার, তারপর পৃথ্বী যা করলেন...
advertisement
ওয়েস্টইন্ডিজ টপ ৮ থাকে তো ?
ওয়েস্টইন্ডিজ যদি অস্ট্রেলিয়ায় আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে টপ ৮ এ জায়গা বানিয়ে নেয় তাহলে র্যাঙ্কিংয়ে টপ ২ জায়গার বদলে টপ ৩ নম্বর দল অবধি সুযোগ পাবে৷ ৪ টি অন্য দল ফয়সালা হবে কোয়ালিফায়ার্সের আধারে হবে৷ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ টপ ২ টিম ওয়ার্ল্ড কাপে যাবে৷ সেখানে আমেরিকা এবং ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে এক এক দল জায়গা পাবে৷
advertisement
টি টোয়েন্টি বিশ্বকাপে -র এটা নবম মরশুম৷ অষ্টম মরশুম হবে অক্টোবর -নভেম্বরে অস্ট্রেলয়ায় হবে৷ ওয়েস্টইন্ডিজ সবচেয়ে বেশি ২ বার এই বিশ্বকাপ জিতেছে৷ এছাড়া অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড একবার করে এই খেতাব জিতেছে৷ গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট ফাইনালে অস্ট্রেলিয়া -নিউজিল্যান্ডকে হারায়৷ ২০০৭ সালে প্রথমবার এই টুর্নামেন্টের আয়োজন হয়েছিল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2022 12:08 PM IST